ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থ পাচারের অভিযোগ থেকে রেহাই পেলেন নওয়াজের মেয়েও

প্রকাশিত: ০৭:০০, ২২ এপ্রিল ২০১৭

অর্থ পাচারের অভিযোগ থেকে রেহাই পেলেন নওয়াজের মেয়েও

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে পানামা পেপারস ফাঁসের পর অর্থ পাচারের অভিযোগ থেকে রেহাই দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ্যাপেক্স আদালতের রায়ে মরিয়মকে বিরোধী দল তেহরিক ই ইনসাফ ও অন্য আবেদনকারীদের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে। খবর ডন অনলাইনের। সুপ্রীমকোর্টের রায় অনুসারে, বাবার (নওয়াজ শরিফ) কাছ থেকে উপহার নেয়ার অর্থ এই নয় যে, মরিয়ম পিতার ওপর নির্ভরশীল। জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক উপ এ্যাটর্নি জেনারেল তারিক জাহাঙ্গীরি বলেন, মরিয়ম নওয়াজকে অভিযোগ থেকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে। তবে যদি জেআইটি তার বিরুদ্ধে প্রতারণামূলক তথ্যপ্রমাণ পেলে তাহলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। বিরোধীদের করা আবেদনে অভিযোগ করা হয়, লন্ডনের সম্পদের লভ্যাংশের মালিক ছিলেন মরিয়ম। ওই সম্পদে তার দুই ভাই হাসান ও হুসেইন শরিফের যৌথ মালিকানা রয়েছে। আরও অভিযোগ করা হয়, মরিয়ম যেহেতু বাবার ওপর নির্ভরশীল ছিলেন সেহেতু প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের তার সম্পদের বিবরণে মেফেয়ার প্রপার্টি ও ফ্ল্যাটের বিষয়টি উল্লেখ করা উচিত ছিল। সুপ্রীমকোর্টের রায়ে বলা হয়, মরিয়ম নওয়াজ বিভিন্ন উপলক্ষে বাবার কাছ থেকে উপহার হিসেবে অর্থ গ্রহণ করেছেন। কিন্তু আইনত তিনি বাবার ওপর নির্ভরশীল ছিলেন না। রায়ে আরও বলা হয়, আমরা আরও লক্ষ্য করেছি মরিয়মের কৃষি জমির মালিকানা রয়েছে, তার নির্দিষ্ট আয় রয়েছে, বিভিন্ন কোম্পানির ২০ কোটিরও বেশি শেয়ার হোল্ডার তিনি। মরিয়মের স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনিও ভাল অবসরভাতা পান। ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য হওয়ায় তিনি ভাতাও পান। আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বলা হয়, মরিয়ম তার বাবা নওয়াজ শরিফের বাড়িতে বসবাস করেন। তিনি তার দাদির মালিকানাধীন একটি অংশে বসবাস করেন। এ কারণে তিনি নওয়াজ শরিফ বা অন্যদের ওপর নির্ভরশীল নন। এসব কারণে মরিয়ম মেফেয়ার প্রপার্টিজের লভ্যাংশের মালিক কি না, তা অপ্রাসঙ্গিক। বাবা নওয়াজ শরিফের ওপর মরিয়মের নির্ভরশীলতার বিষয়ে আইনগত কোন তথ্যপ্রমাণ মেলেনি। তাই মামলার এ দিকটি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই। রায়ে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি, ন্যাশনাল এ্যাকাউন্টেবিলিটি ব্যুরো, সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব পাকিস্তান, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এ্যান্ড মিলিটারি ইন্টেলিজেন্সের প্রতিনিধিদের নিয়ে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠনের নির্দেশ দেয়া হয়েছে। প্রস্তাবিত জেআইটিকে নওয়াজ শরিফ, তার দুই ছেলে হাসান ও হুসেইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়।
×