ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জিন্স প্যান্ট পরার দায়ে এলাকা ছাড়া

প্রকাশিত: ০৬:০৭, ২২ এপ্রিল ২০১৭

জিন্স প্যান্ট পরার দায়ে এলাকা ছাড়া

জিন্স প্যান্ট পরার অপরাধে ভারতের শিলিগুড়ির মাটিগারায় হাত-পা বেঁধে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ভবিষ্যতে কখনও এই একই অপরাধ করলে এলাকা থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। শিলিগুড়ির মাটিগারা থানায় লাগাতার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যা সমাধান হয়নি বলে নিগৃহীতা পরিবারের দাবি। এলাকার মোড়লদের ভয়ে প্রায় এক সপ্তাহ ঘরছাড়া নিগৃহীতার পরিবার। মোড়লদের দৌরাত্ম্যে নিজের ভিটেবাড়ি ছেড়ে শিলিগুড়ি জংশন স্টেশনে আশ্রয় নিয়েছে মহিলার পরিবার। শিলিগুড়ির হিল কারত রোডে একটি কাপড়ের দোকানে কাজ করেন নিগৃহীতা ওই মহিলা। জিন্স প্যান্ট পরে কেন কাজে যাওয়া হয়েছে, অভিযোগ এলাকার মোড়লদের। তার জন্য নাকি এলাকার মেয়েরা খারাপ হয়ে যাবে। এই অভিযোগে ব্যাপক মারধর করা হয়। মহিলার স্বামী এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন। মার খেয়েছেন তার শাশুড়িও। গোটা ঘটনা পুলিশকে লিখিত জানিয়েও কোন লাভ হয়নি। পরে শিলিগুড়ির পুলিশ কমিশনারকে জানিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের। -ওয়েবসাইট অবলম্বনে
×