ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ০৬:০৭, ২২ এপ্রিল ২০১৭

টঙ্গীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২১ এপ্রিল ॥ টঙ্গীতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত স্কুলছাত্রের নাম ফেরদৌস আহমেদ (১৪)। সে সাতাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম মোঃ আশরাফুল আলম। তাদের বাড়ি টঙ্গীর খাঁ পাড়া সাতাইশ এলাকায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর খাঁ পাড়া-সাতাইশ এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেরদৌসের বাড়ির পাশে একটি স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে তার বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করছিল। এ সময় অনুষ্ঠানস্থলে কয়েক যুবকের সঙ্গে ফেরদৌসের তর্কাতর্কির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে ফেরদৌস তার বন্ধুদের নিয়ে বাসায় ফেরার পথে একদল যুবক ফেরদৌসের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ফেরদৌস মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ চাকলাদার জানান, ছাত্র ছুরিকাঘাতের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে ব্যাপক পুলিশী অভিযান চলছে। কি কারণে স্কুলছাত্র ফেরদৌসকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
×