ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল উপেক্ষা করে বিজয়নগর যাওয়ার ঘোষণা দিলেন মন্ত্রী ছায়েদুল হক

প্রকাশিত: ০৬:০৫, ২২ এপ্রিল ২০১৭

হরতাল উপেক্ষা করে বিজয়নগর যাওয়ার ঘোষণা দিলেন মন্ত্রী ছায়েদুল হক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আগামীকাল রবিবার হরতাল ডেকেছে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর আগমন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগ সকাল-সন্ধ্যা এ হরতাল কর্মসূচী ঘোষণা করে। তবে হরতালের মধ্যেই মন্ত্রী বিজয়নগরে নবনির্মিত পশুসম্পদ কার্যালয় (ইউএলডিসি) ভবন উদ্বোধন করবেন সকাল ১০টায়। বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বিজয়নগরে যাওয়ার ঘোষণা দেন। হরতালের প্রসঙ্গ টেনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘উনার (মোকতাদির চৌধুরী) বোঝা’ উচিত আমি পারিবারিক বা ব্যক্তিগত কোন কাজ করছি না, মানুষকে সেবা দেয়ার জন্য বিল্ডিং (প্রাণিসম্পদ হাসপাতাল) উদ্বোধন করব। আপনি বাধা দেবেন, আর আমি মন্ত্রী হয়ে চুড়ি পড়ে বসে থাকব না।’ তিনি বলেন, নাসিরনগরকে বিশ্ব সংবাদে পরিণত করার নায়ক মোকতাদির চৌধুরী। হিন্দু পল্লীতে হামলার দায় মোকতাদির চৌধুরীকেই নিতে হবে। তিনি এ সময় সরকারের উন্নয়নের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হানিফ মুন্সির সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কামরুজ্জামান আনসারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুল হক মামুন প্রমুখ। বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের রবিবারের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন রবিবার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। ইতোমধ্যে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ৪ দিনের সফরে এসে বৃহস্পতিবার বিকেলে আশুগঞ্জ উপজেলার ইউএলডিসি অফিস ভবন উদ্বোধন করেন। পরে সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখেন। ২১ এপ্রিল নাসিরনগর, ২২ এপ্রিল সরাইল এবং ২৩ এপ্রিল বিজয়নগরে তার সফর ও নবনির্মিত ইউএলডিসি ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণসহ চান্দুরায় সুধী সমাবেশের কর্মসূচী রয়েছে। প্রসঙ্গত, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় জেলা আাওয়ামী লীগ নেতাদের। এ নিয়ে মন্ত্রীকে দল থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়। এরপর নাসিরনগর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ও ১৫ মন্দির ভাংচুরের ঘটনা ঘটে। এর মাধ্যমে মন্ত্রীকে কুপোকাতের চেষ্টার অভিযোগ রয়েছে। গত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল আলম এমএসসির সংবর্ধনা অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী এ্যাডভোকেট ছায়েদুল হক প্রধান অতিথি ছিলেন। পরবর্তীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সমাবেশ থেকে মন্ত্রীর অনুসারী জেলা আওয়ামী লীগের একাংশ নেতাকর্মীদের হুঁশিয়ারি দেয়া হয়। এরপর বিজয়নগর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধীনস্ত নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধনের কর্মসূচীতে স্থানীয় সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে না রাখায় নতুন করে মন্ত্রী ও জেলা-উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভেদ দেখা দেয়।
×