ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধুনিক বাংলা গানের যুগস্রষ্টা লাকী আখন্দ আর নেই

প্রকাশিত: ০৬:০৫, ২২ এপ্রিল ২০১৭

আধুনিক বাংলা গানের যুগস্রষ্টা লাকী আখন্দ আর নেই

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক বাংলা গানের যুগস্রষ্টা লাকী আখন্দ আর নেই। আগে যদি জানতাম, এই নীল মণিহার, আমায় ডেকো নাÑ এ রকম বহু জনপ্রিয় গানের নন্দিত শিল্পী গিটার ফেলে গেছেন। ডেকে আর ফেরানো যাবে না। ক্ষণজন্মা সুরকার সঙ্গীত পরিচালক শিল্পী দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর পুরান ঢাকার আরমানিটোলার বাসায় শুক্রবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাকী আখন্দের মৃত্যুতে শোক গভীর প্রকাশ করেছেন। তার অবদানের কথা স্মরণ করে এক শোক বার্তায় তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাবি’র ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন কিংবদন্তি শিল্পী লাকী আখন্দ। আজ সকাল দশটায় পুরান ঢাকার আরমানিটোলা জামে মসজিদসংলগ্ন মাঠে প্রথম জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হবে। এরপর শিল্পীর মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ সমাহিত করা হবে। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার অবস্থার হঠাৎ অবনতি হলে মুক্তিযোদ্ধা শিল্পীকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরক চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শিল্পী। তখন তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এ অবস্থায় আড়াইমাসের মতো হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ৭ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে নিজের বাসায় ফিরে যান। বাংলাদেশের বাইরে থাইল্যান্ডের একটি হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। লাকি আখন্দ আশির দশকের বিপুল জনপ্রিয় শিল্পী। সুরকার গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার কণ্ঠে গীত হওয়া অনেক গান এখনও সমান জনপ্রিয়। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে আসে তার প্রথম এ্যালবাম। ওই এ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’ ইত্যাদি গান সারা দেশের শ্রোতাদের মুখে মুখে ফেরে। জনপ্রিয় ব্যান্ড দল হ্যাপি টাচেরও সদস্য তিনি। এই নীল মণিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না ইত্যাদি জনপ্রিয় গানের সঙ্গীতায়োজন করেন তিনি। মাঝখানে বহু বছর তিনি নীরবে কাটিয়েছেন। এর পর ১৯৯৮ সালে ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ নামে দুটি এ্যালবামে নিয়ে কাজ করেন। লাকী আখন্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ৫ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। শিল্পীর সঙ্গীতায়োজনে যেখানে সীমান্ত তোমার’ গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ। ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গেয়েছেন সামিনা চৌধুরী। হ্যাপী আখন্দ গেয়েছেন ‘আবার এলো যে সন্ধ্যা।’
×