ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধাতব মুদ্রাবিহীন দেশ!

প্রকাশিত: ০৫:৫৮, ২২ এপ্রিল ২০১৭

ধাতব মুদ্রাবিহীন দেশ!

বিশ্বের প্রথম ধাতব মুদ্রাবিহীন দেশ হতে চলেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে কোন প্রকার লেনদেনে ধাতব মুদ্রার ব্যবহার বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবরে বলা হয়েছে, এখন বেশিরভাগ কেনাকাটা হয় অনলাইনে অথবা কার্ডে। তাই কেনাকাটায় আর নগদ অর্থের প্রয়োজন হয় না। আবার অনেকে কেনাকাটার পর খুচরা ধাতব মুদ্রা নিতে অনীহা প্রকাশ করে। এভাবে দীর্ঘদিনে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাঙ্কে খুচরা ধাতব মুদ্রার বিশাল স্তূপ জমে গেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অব কোরিয়া’ এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক অব কোরিয়ার কর্মকর্তা চো হায়েন জিন বলেন, এটা আমাদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নয়। আমরা আপাতত একটা ভাল সুযোগ হিসেবে এই ধাতব মুদ্রার ব্যবহার বন্ধ করেছি। তবে ধীরে ধীরে আমরা ধাতব মুদ্রাবিহীন দেশে পরিণত হব। দক্ষিণ কোরিয়া ভবিষ্যতে পুরোপুরি কাগুজে মুদ্রার প্রচলনও বন্ধ করে দেবে বলে তিনি জানান। -কোরিয়া হেরাল্ড অবলম্বনে
×