ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তিন কোস্টগার্ড সদস্যসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৫৭, ২২ এপ্রিল ২০১৭

সড়ক দুর্ঘটনায় তিন কোস্টগার্ড সদস্যসহ  নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ বরগুনা, দিনাজপুর ও ময়মনসিংহে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বরগুনার আমতলীতে তিন কোস্ট গার্ড সদস্য, দিনাজপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে চালকসহ ৩ ভ্যান আরোহী এবং ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় সিএনজি অটো রিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। খবর বিডিনিউজ ও নিজস্ব সংবাদদাতার। স্থনীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলার আমতলী উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কোস্ট গার্ড সদস্যের মৃত্যু হয়েছে। উপজেলার কলাপাড়া সড়কের বান্দ্রা মোড়ে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ফুয়াদ হোসাইন (২৩), আবদুস সাদেক (৩০) ও এনামুল হক (৩০)। তারা নৌবাহিনী থেকে প্রেষণে পটুয়াখালী কোস্টগার্ডে দায়িত্ব পালন করছিলেন। আমতলী থানার পুলিশ জানায়, ওই তিনজন মোটরসাইকেলে করে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেকের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত এনামুলকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুর এখানে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ২ জনের এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়ায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পুলিশ বক্সের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী কোচ হানিফ পরিবহন একটি রিক্সাভ্যানকে চাপা দিলে ভ্যানচালক ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের পুত্র আব্দুস সালাম, যাত্রী কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের পুত্র মোঃ সালাম ঘটনাস্থলে এবং একই এলাকার কবিরুল ইসলামকে রংপরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহত অপর ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তিন লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে ২টি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার কানরামপুর নামকস্থানে শুক্রবার সকালে বাসের ধাক্কায় সিএনজি অটো রিক্সারচালক শাচিলসহ ২ জন নিহত হয়েছে। অটো রিক্সাটি হাঁস বিক্রেতা শাকিলকে নিয়ে ময়মনসিংহ থেকে নান্দাইল যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শাকিলের বাড়ি নান্দাইলের রাজগাতি গ্রামে। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ বাস আটক করলেও চালক পালিয়ে গেছে। কক্সবাজার সদরের ইসলামপুর ফুলছড়ি নতুন অফিস এলাকায় প্রাইভেট নোয়ার ধাক্কায় মোটর সাইকেল চালক আকিব নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ডুলাহাজারা মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে নেয়ার পথে আকিবের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরোহী মুসার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের উভয়ের বাড়ি লোহাগাড়ার চুনতি এবং কক্সবাজার থেকে ভ্রমণ শেষে তারা বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
×