ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি জুড়ে যানজট

প্রকাশিত: ০৫:৫৪, ২২ এপ্রিল ২০১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিমি জুড়ে যানজট

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে হাজার হাজার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। মহাসড়কটির গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সংঘটিত দুর্ঘটনা ও ছুটির দিনে যানবাহন চলাচলের চাপ বাড়ার কারণে মহাসড়কের বিশাল অংশজুড়ে যানজট সৃষ্টি হয়। এ সময় শত শত যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। শুক্রবার ভোররাত থেকে দিনভর এই যানজটে মহাসড়কে নাকাল অবস্থার সৃষ্টি হয়। যানজটের শিকার লোকজনের কাছ থেকে জানা যায়, দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। বৈশাখের মুষলধারে বৃষ্টির কবলে আটকা পড়া নারী ও শিশুদের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একাধিক দুর্ঘটনা, একই সঙ্গে ছুটির দিনে যান চলাচলের চাপ বৃদ্ধি, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু এলাকায় পণ্যভর্তি যানবাহনের ধীরগতিতে সেতু পার হওয়াসহ নানা কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ, মুন্সীগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকার প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ আবুল হাশেম মুন্সী জানান, মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক সচল রাখার চেষ্টা করে। যাত্রীদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, চালকদের বেপরোয়া গাড়ি চালনাসহ উল্টোপথে ঢুকে যাওয়ার প্রবণতা যানজটকে বিলম্বিত করছে।
×