ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে

প্রকাশিত: ০৮:২৬, ২১ এপ্রিল ২০১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকের বিরুদ্ধে অভিযান বেড়েছে। ফলে বেড়েছে মাদকদ্রব্য উদ্ধারের পরিমাণ। মাদকের সঙ্গে অস্ত্রও উদ্ধার হচ্ছে। একই অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনা, অস্ত্র ও মাদক ব্যবসা এক সঙ্গে হচ্ছে বলে প্রমাণ করে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। গত এক মাসে অধিদফতরের সামগ্রিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। পরিকল্পনা মোতাবেক কাজের গতিতেও পরিবর্তন এসেছে। অভিযানের পরিমাণ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে নতুন কৌশলও নেয়া হয়েছে। যার ফলে প্রাণঘাতী ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। মহাপরিচালক বলেন, অধিদফতরের সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। অস্বচ্ছতাসহ নানা বিতর্কিত কর্মকা-ের জন্য গত এক মাসে অধিদফতরের ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি ধানম-ি ক্লাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মাদকের গডফাদার আফসার আলীকে। তিনি জানান, টেকনাফের মিয়ানমার সীমান্তের ২৫টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। এসব পয়েন্ট ছাড়াও ইয়াবাসহ মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন অভিযান চালাচ্ছে। মাদকের বড় চালান উদ্ধারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাফল্য না থাকলেও, তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংস্থা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হচ্ছে। বিভিন্ন সংস্থা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (নিরোধ শিক্ষা) কে এম তারিকুল ইসলাম, গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সিকদার, ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমাসহ সংস্থাটির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×