ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৬৫ সংগঠনের বিবৃতি

শামীম ওসমানের ইন্ধনেই রাব্বির বিরুদ্ধে হেফাজতের মামলা

প্রকাশিত: ০৮:২৫, ২১ এপ্রিল ২০১৭

শামীম ওসমানের ইন্ধনেই রাব্বির বিরুদ্ধে হেফাজতের মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মেধাবী ছাত্র তানভীর মুহম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মুুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ এনে হেফাজতে ইসলাম নেতার মামলা দায়ের করায় ৬৫টি সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন, শামীম ওসমানের ইন্ধনেই রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতা ফেরদাউসুর রহমান মামলা করেছেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিসহ ৬৫টি সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এ দাবি করা হয়। ৬৫ সংগঠনের পক্ষ থেকে দেয়া প্রেস বিবৃতিতে উল্লেখ করা রয়েছে, নারায়ণগঞ্জের একটি চিহ্নিত মহল বিভিন্ন অজুহাতে স্থানীয় মৌলবাদী-সাম্প্রদায়িক গোষ্ঠীকে তাদের হীনস্বার্থে ব্যবহারের প্রয়োজনে বিভিন্ন সময় এখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার অপকৌশল গ্রহণ করে আসছে। এক সময় শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে তাদের মাঠে নামানোর চেষ্টা করেছে। নিজেদের অপরাধ ঢাকার প্রয়োজনে আজ আবার তারা সে পুরনো চেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা মনে করি, মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকী হত্যার বিচারপ্রার্থীদের নিবৃত্ত করার কৌশল হিসেবেই এ হত্যায় অভিযুক্ত ওসমান পরিবার হেফাজতকে আজ মাঠে নামিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে। বুধবার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক ফেরদাউসুর রহমান সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন, যা মিথ্যা ও বানোয়াট। ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের যে তা-ব অনুষ্ঠিত হয় তার পরদিন ৬ মে নারায়ণগঞ্জে তা চলতে থাকে। সে তা-বে এখানে দুই পুলিশ ও দুই বিজিবি সদস্য নিহত হন। নারায়ণগঞ্জের সে ঘটনায় এই ফেরদাউস দুটি হত্যা মামলার আসামি। রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা দায়েরের পর বিকেলে মাসদাইর কবরস্থান মসজিদে শামীম ওসমান এই ফেরদাউসসহ অনেককে নিয়ে সভা করে উত্তেজনাকর বিভিন্ন সাম্প্রদায়িক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। আমরা মনে করি, শামীম ওসমানের নির্দেশ ও ইন্ধনেই রফিউর রাব্বির বিরুদ্ধে ফেরদাউসুর রহমান মামলা করেছেন। ইতোপূর্বে এই ত্বকী হত্যার বিচার দাবির কারণে ত্বকী মঞ্চের বিভিন্নজনের বিরুদ্ধে শামীম ওসমান রাজাকারের ছেলে বলে মিথ্যা অভিযোগ এনেছেন, বিচারপ্রার্থীদের জিহ্বা কেটে নিতে চেয়েছেন, তাদের বাড়িঘর ভেঙ্গে দিতে চেয়েছেন, তাদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে নিবৃত্ত করতে চেয়েছেন। আমরা শামীম ওসমানের এ হীন তৎপরতার তীব্র নিন্দা জানাই। ধর্মকে ব্যবহার করে হীনস্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে এখানে সাম্প্রদায়িক শক্তি হেফাজত ও শামীম ওসমানের মধ্যে আমরা কোন পার্থক্য দেখি না। বিবৃতিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, সিপিবি নারায়ণগঞ্জ জেলা, বাসদ নারায়ণগঞ্জ জেলা, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা, ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা, ন্যাপ নারায়ণগঞ্জ জেলা, খেলাঘর নারায়ণগঞ্জ জেলাসহ নারায়ণগঞ্জের ৬৫টি সংগঠনের নেতৃবৃন্দ স্বাক্ষর করেন।
×