ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়িতে লাল পতাকা বাহিনী প্রধান ফারুক অস্ত্র ও গুলিসহ আটক

প্রকাশিত: ০৮:০০, ২১ এপ্রিল ২০১৭

রাজবাড়িতে লাল পতাকা বাহিনী প্রধান ফারুক অস্ত্র ও গুলিসহ আটক

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২০ এপ্রিল ॥ র‌্যাব-৮ সদস্যরা এক বিশেষ আভিযান চালিয়ে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে জেলার লাল পতাকা বাহিনী প্রধান ওমর ফারুককে (৩১) একটি বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক করেছে। তার পিতার নাম আবুল কাশেম বিশ্বাস। সে পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে সরকারী চাকরি করে। র‌্যাব-৮ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, বুধবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকার ওমর ফারুকের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দঘাট থানায় একাধিক হত্যা অপহরণসহ অন্যান্য মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
×