ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতীক-মাইজ নামের মোবাইল এ্যাপ উদ্বোধন

প্রকাশিত: ০৭:৫৯, ২১ এপ্রিল ২০১৭

প্রতীক-মাইজ নামের মোবাইল এ্যাপ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রযুক্তি ব্যবহারে পরিবর্তিত হচ্ছে প্রচলিত কৃষি পদ্ধতি। উন্নত ও লাভজনক কৃষি উপকরণের অবদানে উৎপাদনে এসেছে সক্ষমতা। নিত্যনতুন তথ্যপ্রযুক্তির সংযোজন কৃষিতে এনে দিতে পারে এক অন্য মাত্রার গতি। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ‘ইন্টারেকটিভ মোবাইল ফোন ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ফর রুরাল ওমেন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, অক্সফাম ও প্রতীক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ‘প্রতীক-মাইজ’ নামের মোবাইল এ্যাপ উদ্বোধন করা হয়। বিএসএমআরএইউয়ের প্রফেসর মোঃ রাশিদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর ল্যারি স্টিলম্যান। এতে আরও বক্তব্য রাখেনÑ অক্সাফ বাংলাদেশের পোগ্রাম ডিরেক্টর এম বি আখতার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সেকন্দার আলী এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ডক্টর সাইফুল।
×