ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামিল উর রহমান

চুলের বাহারি কাট

প্রকাশিত: ০৬:৩৭, ২১ এপ্রিল ২০১৭

চুলের বাহারি কাট

বান্ধবীর বিয়ে অথবা অফিসের কোন পার্টিতে যাচ্ছেন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন কিছুতেই হেয়ার স্টাইলটি ঠিক হচ্ছে না। প্রোগ্রামে যাওয়ার ইচ্ছাটাই মাটি হয়ে গেল। তাই চুল কিভাবে কাটবেন, কোন্ কাট বা স্টাইলটি দিলে ভাল দেখাবে তা নিয়ে চিন্তা অনেকেরই। আসলেই সঠিক হেয়ার কাট নির্বাচন রূপ ও ফ্যাশন সচেতন যে কারও জন্য অনেক বেশি চিন্তার বিষয়। মূলত হেয়ার কাট দেয়ার সময় খেয়াল রাখতে হবে কোন ধরনের কাট চুল, চেহারার আকৃতি ও বয়সের সঙ্গে মানাচ্ছে। তাই কাট দেয়ার ক্ষেত্রে সময়োপযোগী ফ্যাশনটিই বেছে নেয়া দরকার। বর্তমানে ভলিউম, ইমো, স্টেপ লেয়ার, ব্যাঙ্গস কাটই বেশি চলছে। তাই মেয়েদের হেয়ার কাটের সময় কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়। ভলিউম কাট হালকা কোকড়ানো যাদের চুল তারা ভলিউম কাট দিতে পারেন। পার্লার ও চুলভেদে ভলিউম কাটের দাম পড়বে ৩০০ থেকে ৭০০ টাকা। ইমো কাট লম্বাটে-পাতলা চেহারার নারীদের ইমো কাটে দারুণ মানিয়ে যায়। পার্লারে ইমো কাটের দাম পড়বে ৩০০ থেকে ৮০০ টাকা। স্টেপ লেয়ার কাট যাদের চুল সিল্কি, তাদের সব ধরনের কাটেই মানিয়ে যায়। সবচেয়ে ভাল মানায় স্টেপ লেয়ার কাটে। পার্লারে স্টেপ লেয়ারের দাম পড়বে ৩০০ থেকে ৭০০ টাকা। ব্যাঙ্গস কাট যাদের চুল সিল্কি সামনে ব্যাঙ্গস কাট পেছনে লং লেয়ার কাট দিলেও ভাললাগে। পার্লারে ব্যাঙ্গস কাটের দাম পড়বে ৫০ থেকে ৭০ টাকা। গ্র্যাজুয়েট কাট ছোট চুলের মেয়েদের জন্য রয়েছে গ্র্যাজুয়েট কাট। সমান করে কাটা সবচেয়ে সহজ-সরল কাট হচ্ছে চুল সমান করে কাটা। এ কাট সব বয়সী মানুষকে সহজে মানিয়ে যায়। তবে চুল কাটার সময় চুলের ধরন ও চেহারার সঙ্গে যেন মানিয়ে যায় এমন কাট দেয়া উচিত। চুলের কাটের ওপর যতœটা নির্ভর করে। চুলের কাট যেমন হবে সেই ধরন অনুযায়ী চুলের যতœ নিলে চুল দেখতে ভাল লাগবে। চুলের কাটের ধরন অনুযায়ী যতœ না নিলে কাট দেখতে বেমানান লাগবে।
×