ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পপি দেবী থাপা

গরমে আরামদায়ক পোশাক

প্রকাশিত: ০৬:৩৭, ২১ এপ্রিল ২০১৭

গরমে আরামদায়ক পোশাক

ঋতুর বৈচিত্র্যে ফিরে এলো গ্রীষ্মকাল। প্রকৃতিতে উত্তপ্ত গরম হাওয়া। আবহাওয়া ও ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাক পরিধানেও চলে আসে ভিন্নতা। পোশাক নির্ধারণের ক্ষেত্রে ছোট বড়, তরুণ-তরুণী, বৃদ্ধ, যুবক সকলকেই হতে হবে যতœশীল। লক্ষ্য রাখতে হবে আপনি যা পরছেন তা আপনার জন্য আরামদায়ক কিনা। এই গরমের দিনে ঢিলেঢালা, হালকা রঙের আরামদায়ক পোশাক পরাই উত্তম। পোশাক নির্ধারণের সময় খেয়াল রাখতে হবে যাতে সহজে বাতাস চলাচল করতে পারে এবং তাপ শোষণ না করে। সেক্ষেত্রে পোশাকের কাপড় হওয়া উচিত সুতি। সুতি কাপড়ে বাতাস চলাচল করবে অতিসহজেই। যা আপনার শরীরের ঘাম তাড়াতাড়ি শুকাতে সহায়ক হবে। গরমে হালকা রঙের পোশাক বেছে নেওয়াই ভাল। সেক্ষেত্রে সাদা রঙের পোশাক পরাই উত্তম। এতে সূর্যের তাপ শোষণ হবে কম। যা আপনাকে এই দাবদাহ থেকে রক্ষা করবে, দেহ থাকবে শীতল। গরমেও আপনি থাকবেন প্রাণবন্ত, ফুরফুরে মেজাজে। এই গরমে তরুণ তরুণীরা আরামদায়ক আদর্শ পোশাক হিসেবে অনেকেই টি-শার্ট, পলো শার্ট বেশি পছন্দ করেন। যা আরামদায়ক, মানানসই, ফ্যাশনেবল। টি-শার্ট মানিয়ে যায় জিন্স, গ্যাবার্ডিন, অথবা নরমাল অন্য যে কোন প্যান্টের সঙ্গে । টি-শার্টের সঙ্গে কেডস্, স্লিকার, স্যান্ডেল অথবা যে কোন জুতো আপনি অনায়াসে পরতে পারেন। যা আপনাকে স্মার্ট করে তুলবে। আপনি অফিসে অথবা দীর্ঘ ভ্রমণেও টি-শার্ট, পলো শার্ট পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। বর্তমানে বিভিন্ন ফ্যাশান হাউসগুলো টিশার্ট-এ নিয়ে এসেছে বাহারি রং, ব্লক, বাটিক, স্কিনপ্রিন্ট যার মধ্যে তুলে ধরা হচ্ছে বিভিন্ন লেখা, ছবি ইত্যাদি যা রুচিশীল ও ফ্যাশানেবল। রং এবং নকশার বাছাইয়ে একটু সচেতন হলেই টি শার্ট পরেই বিভিন্ন অনুষ্ঠান কিংবা পার্টিতেও অংশগ্রহণ করা যায়। পুরুষের ফরমাল শার্টের ক্ষেত্রে হাল্কা রঙের সুতি কাপড় আরামদায়ক। বয়স্ক পুরুষের ক্ষেত্রে হালকা রঙের হাফহাতা ফতুয়া এই গরমে দিবে প্রশান্তি। কিশোরী, তরুণীরা এই গরমে পরতে পারেন ফতুয়া, টপস, স্লিভলেস, ফ্রক, সালোয়ার কামিজ। তবে কাপড় হিসেবে নজর দিন আরামের দিকে। সুতি কাপড় বেছে নিতে পারেন নির্দ্বিধায়। এছাড়াও রয়েছে ভয়েল তাঁত, লিনেন, জর্জেট, শিপন। এই প্রখর সূর্যের তাপে বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় স্লিভলেস না পরাই ভাল। এতে করে আপনার হাতের স্কিন জ্বলে যেতে পারে। তাই স্লিভলেসের পাশাপাশি মাঝেমাঝে থ্রি কোয়াটার, ফুলস্লিভ পরতে পারেন। এক্ষেত্রে ট্রিসু, প্লেননেট, মসলিন কাপড় ব্যবহার করা যায়। যাতে ফুলস্লিভের পাশাপাশি স্লিভলেস ভাব বোধ হবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে গরমে সব সময় জিন্স ব্যবহার না করে মাঝেমাঝে ঢিলেঢালা প্যান্ট ব্যবহার করা উচিত। যারা শাড়ি পরায় অভ্যস্ত অথবা কর্মক্ষেেেত্র, বিশেষ দিনে শাড়ি পরতে ইচ্ছুক তারা আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য বোধের জন্য নিশ্চিন্তে বেছে নিতে পারেন হালকা রঙের সুতি, তাঁত, জামদানি শাড়ি। যা দেশীয় বোধের পাশাপাশি হবে রুচিশীল, আরামদায়ক। বর্তমানে সুতি শাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের ব্লক, বাটিক, স্কিনপ্রিন্ট, এ্যাপলিক, হাতের কারুকাজ, এ্যাম্ব্রয়ডারি। যা শাড়ির ডিজাইনে এনেছে নতুনত্ব আর এ ধরনের শাড়ি পরে আপনি দিব্যি অংশগ্রহণ করতে পারেন বিভিন্ন অনুষ্ঠান, উৎসব কিংবা প্রার্টিতে যা আপনার ব্যক্তিত্বকে ছুঁয়ে যাবে। এছাড়াও ব্যবহার করতে পারেন জর্জেট, স্লিক, মসলিন এর শাড়ি। গরমে শিশুদের জন্য সুতি পোশাকের বিকল্প কিছু নেই। পাশাপাশি পাতলা ভয়েল, তাঁত ব্যবহার করা যেতে পারে। তবে তাঁত কাপড় বাছাইয়ের ক্ষেত্রে হালকা মাড়ের কাপড় কে গুরুত্ব দিতে হবে। শিশুদের জন্য রয়েছে কৃত্তিম তন্তু কাপড়ের তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক। যা পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। তবে শিশুর জন্য কাপড় বাছাইয়ের ক্ষেত্রে তা আরামদায়ক কিনা এ বিষয়কে প্রধান্য দিতে হবে। আপনার পোশাক, পোশাকের রং, কাপড় নির্ধারণের সচেতনতায় এই গরমে আপনাকে এনে দিবে প্রশান্তি করে রাখবে কর্মচঞ্চল, প্রফুল্ল। প্রকাশ পাবে আপনার রুচিবোধ ও ব্যক্তিত্ব।
×