ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দলবদলে চমক দেখাবে চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৫:৫৩, ২১ এপ্রিল ২০১৭

দলবদলে চমক দেখাবে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতার পর দেশের ফুটবলে সবচেয়ে বড় শক্তি ছিল মোহামেডান-আবাহনী। তবে এখন শক্তির সঙ্গে যোগ হয়েছে আরও কটি নাম। তাদেরই একটি চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গত মৌসুমের সবচেয়ে ব্যয়বহুল দল। যারা ছিল একেবারেই দুর্বল দল, তারাই কি না এক লাফে চ্যাম্পিয়ন লড়াইয়ে উঠে আসে। বন্দর নগরীর দলটি ২০১৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নাম লেখায় প্রিমিয়ার লীগে। ২০১৩-১৪ মৌসুমে দশ দলের মধ্যে অষ্টম হয় তারা। ২০১৪-১৫ মৌসুমে ১১ দলের মধ্যে নবম হয়ে কোনমতে রেলিগেশন এড়ায়। ২০১৫ সালটা তাদের জন্য ছিল আমূল বদলে যাবার বছর। এ বছর চট্টগ্রামে আয়োজিত ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আলোড়ন তোলে তারা। পরের বছর আরও বেশি আলো ছড়ায় তারা। স্বাধীনতা কাপের শিরোপা জেতে। এছাড়া প্রিমিয়ার ফুটবল লীগে হয় রানার্সআপ। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি ক্লাবটি। সেই আক্ষেপ এবার দূর করতে দৃঢ়প্রতিজ্ঞ তারা। সেজন্যই এবার চলমান দলবদলে চমক নিয়ে হাজির হতে যাচ্ছে তারা। আগের মৌসুমেই সেকেন্ড উইন্ডোর দলবদলে ভুটানের উদীয়মান ফুটবলার চেনচো গেইলশেনকে নিজেদের ডেরায় নিয়ে এসে চমক দেখায় চট্টলার এই দলটি। তবে বড় দল গড়েও সেবার প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। লীগে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে এবার সেই অধরা শিরোপা ঘরে তোলার লক্ষ্যে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী দল গড়তে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী। গত মৌসুমে বিদেশী কোচেই বেশি ভরসা থাকলেও এবার ভিন্ন পথে হাঁটতে চায় দলটি। জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুকে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে ইতোমধ্যেই। টিটু জানান, ‘লীগের শীর্ষস্থান দখল করাটা বেশ কঠিন কাজ। মনোযোগী থাকতে হয় পারফর্মেন্সে। ধরে রাখতে হয় ধারাবাহিকতা। এবার দলগঠনে বাংলাদেশের যারা মোটামুটি প্রতিষ্ঠিত স্ট্রাইকার, তাদেরই দলে নেয়া হয়েছে। স্থানীয় ফুটবলারদের বিচার করলে রক্ষণভাগ থেকে মধ্যমাঠ আর ফরোয়ার্ড লাইন বেশি ভাল হয়েছে আমাদের। সেন্ট্রাল ব্যাকে একটু দুর্বলতা আছে আমাদের। ওইখানে হয়তো বিদেশী দিয়ে সামাল দেয়ার চেষ্টা থাকবে।’ দলের ম্যানেজার শাকিল মাহমুদ চৌধুরী জানান, ‘এবারও বিদেশী কোটায় থাকছে চমক। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন ভালমানের বিদেশী ফুটবলার খুঁজছি আমরা। সে যে লীগেই খেলুক না কেন, আমরা চেষ্টা করছি খুব ভালমানের ফুটবলার এনে এবারও চ্যাম্পিয়ন ফাইট দেয়ার জন্য।’ জানা গেছে বর্তমান দলে যে বিদেশীরা আছে তাদের পাশাপাশি মালয়েশিয়ান লীগে যারা ভাল খেলছে বা ভারতীয় লীগে ভাল করছে এমন ফুটবলারদের দিকেই বেশি নজর বন্দর নগরীর দলটির। নববর্ষ আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলা শুভ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আয়োজনে আজ শুক্রবার উত্তরার ঢাকা স্কুলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘নববর্ষ আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা।’ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব সদস্য, যে কোন মহিলা এবং অনুর্ধ-১৬ দাবাড়ু। টুর্নামেন্টের প্রাইজমানি ২০ হাজার টাকা। মৌলভীবাজার জেলা জোন চ্যাম্পিয়ন কাবাডিতে স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা জোন চ্যাম্পিয়নের ফাইনাল খেলা চূড়ান্ত পর্বের (প্রথম ধাপ) বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা ৪৫-১৮ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বরিশাল জেলা ৩৭-৩৬ পয়েন্টে খুলনা জেলাকে হারিয়ে চূড়ান্ত পর্বে উন্নীত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব অশোক কুমার বিশ্বাস। সিনিয়র ডিভিশন ফুটবলে বাসাবোর জয় স্পোর্টস রিপোর্টার ॥ সিনিয়র ডিভিশন ফুটবল লীগে জয় কুড়িয়ে নিয়েছে বাসাবো তরুণ সংঘ। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২-০ গোলে হারায় পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের মোমিন জোড়া গোল করেন। অপর ম্যাচে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র গোলশূন্য ড্র করে সাধারণ বীমা ক্রীড়া চক্রের সঙ্গে।
×