ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাক পেলেন স্টার্ক-প্যাটিনসন

প্রকাশিত: ০৫:৫৩, ২১ এপ্রিল ২০১৭

ডাক পেলেন স্টার্ক-প্যাটিনসন

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের ঘোষিত এই দলে ডাক পেয়েছেন পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন। এছাড়াও দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছেন জন হ্যাস্টিংস এবং অলরাউন্ডার মোইসেস হেনরিকস। ২০১৫ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্যাটিনসন। এরপর থেকেই দলের বাইরে ছিটকে পড়েন তিনি। ইনজুরি থেকে সুস্থ হয়ে দীর্ঘদিন পর আবারও দলে ফিরলেন প্যাটিনসন। শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার হয়ে ১৭.৪১ গড়ে ২৪ উইকেট নিয়েই নির্বাচকদের মনে আলাদা করে জায়গা করে নেন তিনি। শুধু তাই নয় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপেও পারফর্মেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন এই অস্ট্রেলিয়ান। নটিংহ্যামশায়ারের হয়ে মাত্র ২ ম্যাচ খেলেই প্রতিপক্ষের ১৩ উইকেট তুলে নেন তিনি। দীর্ঘদিন পর দলে সুযোগ পেলেন হেনরিকসও। ২০০৯ সালে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মাত্র ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। মূলত পারফর্মেন্সের নিষ্প্রভতার কারণেই ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি কখনও। তবে সাম্প্রতিক পারফর্মেন্সে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন হেনরিকস। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথও। তবে এবার দলকে নেতৃত্ব দেবেন ফর্মের তুঙ্গে থাকা এই তারকা ব্যাটসম্যান। এছাড়া নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকা অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। স্কোয়াড ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, এ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, মোইসেস হেনরিকস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড এবং এ্যাডাম জাম্পা।
×