ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিজিক্যালি চ্যালেঞ্জড ত্রিদেশীয় টি২০ ক্রিকেট ফাইনাল বৃষ্টিতে পন্ড

বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:৫৩, ২১ এপ্রিল ২০১৭

বাংলাদেশ ও ভারত যৌথ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ফিজিক্যালি চ্যালেঞ্জড ত্রিদেশীয় টি২০ ক্রিকেট টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। বেরসিক বৃষ্টি বৃহস্পতিবার দুই দলের মধ্যকার ফাইনাল খেলাটি হতেই দিল না। আর তাতেই দুই দলই যৌথভাবে টুর্নামেন্টের শিরোপা জিতে যায়। আগের রাতের বৃষ্টিতে জগন্নাথ হল মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। ফলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পানিতে ডুবে ছিল আউটফিল্ড। শেষ পর্যন্ত দুপুর ২টা ৩০ মিনিটে আম্পায়াররা খেলা পরিত্যক্ত করে যৌথভাবে বাংলাদেশ ও ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। যৌথভাবে চ্যাম্পিয়ন হলেও পুরো টুর্নামেন্টে রাজত্ব করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ। কিন্তু শেষ লড়াই না হওয়ায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টে ব্যাট-বলে সেরা বাংলাদেশের ক্রিকেটাররাই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুজাউল ইসলাম। ব্যাট হাতে ৭৯ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছেন সুজাউল। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফয়সাল খান। দুই ইনিংসে তার রান ১০০ (৪ ও ৯৬)। বোলিং সেরার পুরস্কার পেয়েছেন মোজাম্মেল হক বাবু। ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ফিল্ডার বাংলাদেশের রাশেদ শিকদার। দুই দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এ্যান্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও বাংলাদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জডের (বিসিএপিসি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও উপস্থিত ছিলেন।
×