ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা তৃতীয় জয় আবাহনী ও গাজী গ্রুপের

প্রকাশিত: ০৫:৪৯, ২১ এপ্রিল ২০১৭

টানা তৃতীয় জয় আবাহনী ও গাজী গ্রুপের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার লীগের তৃতীয় রাউন্ডে ব্রাদার্সকে ৩২ রানে হারিয়েছে আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বৃষ্টি আইনে ৮ উইকেটে জয় পেয়েছে গাজী গ্রুপ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল গাজী গ্রুপ। একইদিনে আরেকটি ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। প্রাইম দোলেশ্বর ৫ রানে হারিয়েছে শেখ জামালকে। বৃহস্পতিবার আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি শুভাগত হোম চৌধুরীর। কিন্তু এদিনেই কিনা তিনি দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখালেন। আবাহনীর হয়ে ব্যাট হাতে ৪৪ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়ে আবাহনীকে জেতানও। কিন্তু দুর্ভাগ্য। এমনদিনেই কিনা জাতীয় দল থেকে বাদ পড়ার খবরটি শুনতে হলো। অবশ্য শুভাগত অলরাউন্ড নৈপুণ্য দেখালেও আগে ব্যাট করে ভারতের উদয় কোলের ৯৪, মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৯, নাজমুল হোসেনের ৪৯ ও লিটন কুমার দাসের ৪৮ রানে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩২৭ রান করে আবাহনী। সেখানেই আসলে আবাহনীর জয়ের ভিত গড়া হয়ে যায়। এরপর ব্যাট হাতে নেমে ব্রাদার্স যে ২৯৫ রান করে, সেটি জুনায়েদ সিদ্দিকীর ১১২ বলে করা ১১৪ রানের ইনিংসেই সম্ভব হয়। ৮ উইকেটে ৫০ ওভারে এ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স। বৃষ্টি হওয়া মানেই হচ্ছে বিকেএসপিতে খেলা থাকলে তাতে ব্যাঘাত ঘটা। তাই হয়েছে। বৃহস্পতিবারের দুটি ম্যাচেই বৃষ্টি সমস্যা তৈরি করেছে। বিকেএসপি তিন নম্বর মাঠে ৪৭ ওভারের ম্যাচ হয়। আগে ব্যাট করে ৪৪ ওভারেই গুটিয়ে যায় রূপগঞ্জ। আবু হায়দার রনি (৪/২৬) ও পারভেজ রসুলের (৩/১৭) বোলিং নৈপুণ্যের সামনে টিকতেই পারেননি রূপগঞ্জ ব্যাটসম্যানরা। মোশাররফ হোসেন রুবেল সর্বোচ্চ ৩৭ রান করেন। তাতেই বোঝা যাচ্ছে রূপগঞ্জের কি হাল হয়েছে। শেষ পর্যন্ত ১৫৬ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ। গাজী গ্রুপও তাই সহজ জয়ই তুলে নিয়েছে। জহুরুল ইসলাম অপরাজিত ৬২ রানের সঙ্গে মুমিনুল হকের ৪৪ রানে ২ উইকেট হারিয়ে ৩৬ ওভারে ১৫৭ রান করেই ম্যাচ জিতে যায় গাজী গ্রুপ। বিকেএসপি চার নম্বর মাঠে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বৃষ্টি বিঘœ হওয়া ম্যাচে, ৩৮ ওভারের ম্যাচে আগে ব্যাট করে শেখ জামাল ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। ইমরুল কায়েস (৬৭) ও ফজলে রাব্বি (৫৫) হাফসেঞ্চুরি করেন। জবাবে জয়ের কাছাকাছি গিয়েও কুলিয়ে উঠতে পারেনি প্রাইম দোলেশ্বর। ৩৮ ওভার পুরো খেলে। কিন্তু ৭ উইকেট হারিয়ে ২৩০ রানের বেশি করতে পারেনি। শেষ ওভারে জিততে ১৩ রান দরকার ছিল। কিন্তু স্পিনার আব্দুর রাজ্জাক দুর্দান্ত বোলিং করেন। ৭ রান দেন। সেই সঙ্গে বল হাতেও নেন ৩ উইকেট। ভারত ক্রিকেটার পুনিত সিং ৮৩ রান করে জয়ের আশা দেখালেও রাজ্জাকের কাছে পরাস্ত হন। ম্যাচও হারে প্রাইম দোলেশ্বর। স্কোর ॥ আবাহনী-ব্রাদার্স ম্যাচ-ফতুল্লা আবাহনী ইনিংস ৩২৭/৬; ৫০ ওভার (উদয় ৯৪, মাহমুদুল্লাহ ৪৯*, নাজমুল ৪৯, লিটন ৪৮, শুভাগত ৪৪; কাপালী ২/৪৬)। ব্রাদার্স ইনিংস ২৯৫/৮; ৫০ ওভার (জুনায়েদ ১১৪, মিজানুর ৪২, নেহাদুজ্জামান ৪১*; শুভাগত ৩/৪৫)। ফল ॥ আবাহনী ৩২ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ শুভাগত হোম (আবাহনী)। গাজী গ্রুপ-রূপগঞ্জ ম্যাচ-বিকেএসপি-৩ রূপগঞ্জ ইনিংস ১৫৬/১০; ৪৪ ওভার (মোশাররফ ৩৭, মাহমুদুল ৩০, শরীফ ২৯, মুশফিক ২৬; রনি ৪/২৬, রসুল ৩/১৭)। গাজী গ্রুপ ইনিংস ১৫৭/২; ৩৬ ওভার (অমি ৬২*, মুমিনুল ৪৪, বিজয় ৩৪; মাশরাফি ১/২৭)। ফল ॥ গাজী গ্রুপ বৃষ্টি আইনে ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ আবু হায়দার রনি (গাজী গ্রুপ)। শেখ জামাল-প্রাইম দোলেশ্বর ম্যাচ-বিকেএসপি-৪ শেখ জামাল ইনিংস ২৩৫/৭; ৩৮ ওভার (ইমরুল ৬৭, রাব্বি ৫৫, সোহান ৪৭*; আরাফাত ২/৫২)। দোলেশ্বর ইনিংস ২৩০/৭; ৩৮ ওভার (পুনিত ৮৩, মার্শাল ৪২, শাহরিয়ার ৩১; রাজ্জাক ৩/৩৯)। ফল ॥ শেখ জামাল ৫ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ আবদুর রাজ্জাক (শেখ জামাল)।
×