ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু

প্রকাশিত: ০৫:৪৭, ২১ এপ্রিল ২০১৭

সুন্দলপুর গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কূপটি থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। এ কূপ থেকে দৈনিক এক কোটি ঘনফুটের মতো গ্যাস পাওয়া যেতে পারে। তবে সে বিষয়ে নিশ্চিত হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে। বাপেক্স মনে করছে, গ্যাসক্ষেত্রটির আকার খুব বড় নয়। এখান থেকে বেশিদিন গ্যাস উত্তোলন করাও যাবে না। কারণ যে স্তর থেকে ২ নম্বর কূপে গ্যাস পাওয়া গেছে, একই কাঠামো থেকে এক নম্বর কূপের গ্যাস উত্তোলন করা হয়েছে। ২০১২ সালে ১ নম্বর কূপটি থেকে দৈনিক এক কোটি ঘনফুট গ্যাস তোলা শুরু হয়। কিন্তু ক্রমান্বয়ে গ্যাস উত্তোলন কমতে থাকে। ২০১৫ সালের দিকে গ্যাসের সরবরাহ ২০ লাখ ঘনফুটে নেমে আসে। ফলে ১নং কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়া হয়। দুই নম্বর কূপটিরও একই রকমের হবে বলে মনে করা হচ্ছে। ২ নম্বর কূপের গ্যাস আসছে এক হাজার ৩৯৫ থেকে এক হাজার ৩৯৯ মিটার গভীরতার চার মিটার পুরু একটি স্তর থেকে। ২০১১ সালে বাপেক্স এই গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করে।
×