ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে কিশোরগঞ্জ ও নোয়াখালীতে ভাইবোনসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৬, ২১ এপ্রিল ২০১৭

বজ্রপাতে কিশোরগঞ্জ ও নোয়াখালীতে ভাইবোনসহ ৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ও নোয়াখালী, ২০ এপ্রিল ॥ দুই জেলায় বজ্রপাতে এক নারী ও ভাইবোনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার বজ্রপাতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ইটনা উপজেলার বাদলা থানেশ্বর গ্রামের মানিক মিয়া হাওড়ে ধান কাটার সময় ও অষ্টগ্রাম উপজেলা সদরের কারবালাহাটি গ্রামের রিফাত মিয়া ধান কেটে বাড়ি ফেরার পথে এবং মিঠামইনের ঢাকী নতুনহাটি গ্রামের সুলমা খাতুন জমি থেকে বাড়ি আসার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনার বিষয়টি হাওড়ের তিন থানার ওসিই নিশ্চিত করেছেন। এদিকে, নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ চর শুল্লকিয়া গ্রামে বজ্রপাতে লিপি আক্তার (১০) ও মোঃ শরিফ (৮) নামে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইবোন গ্রামের দিনমজুর খুরশিদ আলমের সন্তান। এ ঘটনায় দিনমজুর খুরশিদ ও গৃহিণী স্ত্রী সুফিয়া শোকে স্তব্ধ হয়ে গেছেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
×