ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৪০, ২১ এপ্রিল ২০১৭

ঝলক

বেতন হিসাবে ছাগল-ভেড়া জিম্বাবুইয়ের স্কুলগুলোতে এখন নগদ অর্থের পরিবর্তে গরু-ছাগল বেতন হিসাবে গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী লাজারুস ডোকোরা সরকারপন্থী পত্রিকা সানডে মেইলকে বলেছেন, পিতা-মাতাদের কাছে থেকে স্কুলের বেতন আদায় করার সময় স্কুলগুলোকে নমনীয় হতে হবে। শুধু গবাদিপশুই নয়, নানা ধরনের সেবাও বেতনের বিকল্প হিসাবে গ্রহণ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন। উদাহরণ দিয়ে ডোকোরা বলেন, ‘কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে, তাহলে তাকে দিয়ে স্কুলে রাজমিস্ত্রির কাজ করিয়ে নেয়া যেতে পারে।’ পত্রিকার খবরে বলা হয়েছে, কোন কোন স্কুলে ইতোমধ্যেই নগদ অর্থের বদলে গবাদিপশু নেয়ার চল শুরু হয়েছে। এ পদক্ষেপ এমন এক সময়ে নেয়া হলো, যখন গত সপ্তাহে জিম্বাবুইয়ের ব্যাংকগুলো গবাদিপশু অর্থাৎ গরু, ছাগল, ভেড়াকে জামানত হিসাবে গ্রহণ করতে শুরু করেছে। গত সপ্তাহে সে দেশের সংসদে এমন একটি আইন পাস হয়েছে, যাতে মোটরগাড়ি বা যন্ত্রপাতির মতো অস্থাবর সম্পত্তিকে ব্যাংকে জামানত হিসাবে রাখা যাবে। বুলাওয়েও-২৪ নামের নিউজ পোর্টাল খবর দিচ্ছে, জিম্বাবুইয়েতে নগদ অর্থের চরম সঙ্কট দেখা দিয়েছে। ব্যাংক থেকে টাকা তুলতে হলে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। সরকার অভিযোগ করছে, এক শ্রেণীর মানুষ দেশ থেকে টাকা পাচার করছে বলেই এ সমস্যা তৈরি হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন, জিম্বাবুইয়েতে বিনিয়োগ সঙ্কট এবং বেকারত্বই এ পরিস্থিতির জন্য দায়ী। সূত্র : বিবিসি মস্তিষ্কে কম্পিউটার নিয়ন্ত্রণ কেবল মস্তিষ্ক দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার। এমন প্রযুক্তি বানাতে কাজ করার কথা জানিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘সাইলেন্ট স্পিচ বা নীরব উক্তি’ সফটওয়্যার বানাচ্ছে। এ সফটওয়্যার মানুষকে প্রতি মিনিটে এক শ’ শব্দের গতিতে টাইপ করার সুযোগ দেবে। এখনও শুরুর পর্যায়ে থাকা এ প্রকল্পে কোন সার্জারি ছাড়াই ব্রেনওয়েভ শনাক্ত করতে নতুন প্রযুক্তি দরকার হবে। ফেসবুকের বিল্ডিং ৮-এর প্রকৌশল বিষয়ের ভাইস প্রেসিডেন্ট রেজিনা ডুগান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা বিভিন্ন চিন্তা ডিকোডের কথা বলছি না। আপনার অনেক ধরনের ভাবনা থাকতে পারে, আপনি তার মধ্যে কিছু শেয়ার করতে বাছাই করেন। আমরা ওই কথাগুলো ডিকোডের বিষয়টি ভাবছি। একটি নীরব উক্তির ইন্টারফেস, যার সঙ্গে থাকবে গতি আর কণ্ঠের নমনীয়তা।’ এ লক্ষ্যপূরণে হার্ডওয়্যার আর সফটওয়্যার নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছে ফেসবুক। এজন্য এ প্রকল্পে কাজ করতে প্রতিষ্ঠানটি ৬০ জনেরও বেশি বিজ্ঞানী আর গবেষকের একটি দল গঠন করেছে। নিজের ফেসবুক পেজে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘আমাদের মস্তিষ্ক সেকেন্ডে চারটি এইচডি মুভি স্ট্রিম করার মতো যথেষ্ট ডাটা তৈরি করে। সমস্যা হচ্ছে বিশ্বে তথ্য পেতে আমরা সবচেয়ে ভাল যে উপায় অবলম্বন করতে পারি তা হচ্ছে উক্তি, যা শুধুই ১৯৮০ সালের একটি মডেমের সমপরিমাণ ডাটা পাঠাতে পারে। আমরা এমন একটি ব্যবস্থা নিয়ে কাজ করছি, যা আপনাকে সরাসরি আপনার মস্তিষ্ক থেকে টাইপ করতে দেবে আর তা হবে আজ আপনার ফোনে যেভাবে টাইপ করছেন তার থেকে পাঁচগুণ দ্রুত। ক্রমান্বয়ে আমরা একে একটি পরিধানযোগ্য প্রযুক্তিতে পরিণত করতে চাই, যা উৎপাদন করা হতে পারে।’ যুক্তরাষ্ট্রের স্যান হোসেতে অনুষ্ঠিত ফেসবুকের ডেভেলপারদের সম্মেলনে মানুষকে তার ত্বকের মাধ্যমে ‘শোনার’ সুযোগ আনার ধারণা নিয়েও কথা বলা হয়। এ ব্যবস্থা অনেকটা ব্রেইল পদ্ধতি অনুসরণ করে, এখানে ব্যবহারকারী তথ্য প্রচারে ত্বকের ওপর থাকা বিন্দুগুলোতে চাপ ব্যবহার করবে।’ ডুগান বলেন, ‘একদিন, তা খুব বেশি দূরে নয়, হয়ত আমার জন্য ম্যান্ডারিনে ভাবাও সহজ হবে আর তাৎক্ষণিকভাবে আপনি তা স্প্যানিশে বুঝতে পারবেন।’ সূত্র : বিবিসি, ম্যাশএবল ও ওয়েবসাইট
×