ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪০, ২১ এপ্রিল ২০১৭

উবাচ

অকার্যকর স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে বিএনপির সব রাজনীতি অকার্যকর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, তারা বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের রাজনীতি করে না। তারা শুধুমাত্র পাকিস্তানের এবং নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য রাজনীতি করে। যার প্রমাণ তাদের নেতাদের বক্তব্যেই স্পষ্টভাবে পাওয়া যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানকে দুর্বল করার জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছিল’Ñএ বক্তব্যই প্রমাণিত হয়, বিএনপির চেতনাই পাকিস্তানী। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমরাও আশা রাখি, তারা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের জনপ্রিয়তা যাচাই করবেন। প্রতিবন্ধী! স্টাফ রিপোর্টার ॥ বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দুঃখ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে রেখেছে। ঠিকঠাক রাজনীতি মানে কি নির্বিচারে পেট্রোলবোমা নিক্ষেপ কি না তা অবশ্য বলেননি মির্জা আলমগীর। বিএনপি নির্বাচনে যেতে চায় এবং তাদের ছাড়া কোন নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী আজকাল প্রায়ই বিদেশ যাচ্ছেন। এখন আবার গেছেন ভুটানে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক সংস্থার একটি সেমিনারে যোগ দিতে। কিন্তু দেশের রাজনীতিকে তিনি পুরোপুরি প্রতিবন্ধী করে রেখে দিয়েছেন। মানুষকে সম্পূর্ণ রূপে পঙ্গু করে রেখেছেন। সেই দিকে তার কোন খেয়াল নেই। এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না। মির্জা ফখরুল আরও বলেছেন, ‘আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারছে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেই কি বিএনপি রাজপথ ছেড়ে অন্দর মহলে প্রবেশ করেছে, এমন প্রশ্নতো উঠতেই পারে। পরিবর্তন? স্টাফ রিপোর্টার ॥ বিএনপি পরিবর্তনের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এখন নাকি দলটি সরকার পরিবর্তনের জন্য আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এই যাত্রায় তাদের সফল হওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি। একই ভাবে এর আগেও নির্বাচনের সময় দলটি তা বয়কট করে ক্ষমতার বাইরে থাকার চেষ্টা করে। যথারীতি তারা এই কাজে সফলও হয়েছে। বিএনপির প্রতিনিধিত্ব নেই সংসদে। দুদু বলছেন, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে এটা পাগলেও বিশ্বাস করে না। তিনি বলেন, এটা বিশ্বাস করতে পারেন শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন বা ওবায়দুল কাদের গং। সত্যিই তো পাগলদের তো প্রকৃত অবস্থা বিশ্বাস করানোই কঠিন!
×