ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:১৮, ২১ এপ্রিল ২০১৭

টুকরো খবর

পুকুর খননকালে হাতির কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দেবহাটা উপজেলায় পুকুর খননকালে প্রায় দুশ’ বছরের পুরনো হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা পুকুর থেকে মাটি খনন করে তোলার সময় এই পুরনো হাতির কঙ্কালগুলো উদ্ধার করে। স্থানীয়রা জানান, উপজেলার কোড়া গ্রামের শেখ আব্দুল হামিদের এ পুকুরটিতে শুষ্ক মৌসুমে পানি না থাকায় গত ৩দিন ধরে শ্রমিক দিয়ে পুকুরটি খনন কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা মাটি কাটার কিছু সময় পর শক্ত কিছু বস্তুর সন্ধান পায়। সে সময় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে সেখান থেকে হাতির পা, মেরুদ-সহ দেহের বেশকিছু অংশ উদ্ধার করা হয়। এদিকে এ সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকার নারী-পুরুষ ও শিশুরা কঙ্কালগুলো দেখতে ভিড় জমায়। স্থানীয় প্রবীণরা জানান, এ এলাকায় এক সময় নদী ছিল। তাদের ধারণা দুই থেকে আড়াইশ’ বছর আগে কোন হাতি এখানে পানিতে ডুবে মারা যায়। কঙ্কালটি বালির মধ্যে থাকায় এখনও ভাল আছে বলে তারা জানান। মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ এপ্রিল ॥ বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংবাদ সম্মেলন করেছে। নির্বাচিত কমান্ড কাউন্সিলকে অবজ্ঞা, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তি, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা, জেলা ও উপজেলা কমান্ডের বিরুদ্ধে মনগড়া অভিযোগের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অভিযোগ করা হয় যারা সংবাদ সম্মেলন করেছে তারা মুক্তিযোদ্ধা নয়। তিন বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে তিন ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের বোমার বিস্ফোরণে ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর দক্ষিণপাড়া গ্রামে। পাঁচ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মাল ভস্মীভূত হয়। ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় হাটের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সভা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৫তম সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে অধিভুক্ত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস এমবিএ ইন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালু করা, অধিভুক্ত কলেজে ৪ বছর মেয়াদী এলএলবি (অনার্স) কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
×