ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে ছাত্র হত্যার দায়ে ফাঁসি

প্রকাশিত: ০৫:১৭, ২১ এপ্রিল ২০১৭

নাটোরে ছাত্র হত্যার দায়ে ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ এপ্রিল ॥ সদর উপজেলার হালসায় মুক্তিপণের পাঁচ লাখ টাকা না পেয়ে অপহৃত স্কুলছাত্র অনন্ত চক্রবর্তী অন্তুকে হত্যা মামলায় বৃহস্পতিবার একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ সময় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ফাঁসির দ-প্রাপ্ত হলেনÑ হালসা গ্রামের আকবর আলীর ছেলে আশরাফ আলী। উল্লেখ্য, ২০১২ সালের ১ জুন সন্ধ্যায় হালসা বাজার থেকে অনন্ত চক্রবর্তী অন্তু নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে অপহরণ করে অপহরণকারীরা। পরে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণ না পেয়ে অন্তুকে হত্যা করে অপহরণকারীরা। পরে রাতেই পুলিশ ও র‌্যাব-৫ এর সদস্যরা হালসা গ্রামের আকবর আলীর ছেলে আশরাফ আলী, মহসিন আলীর ছেলে শাহজাহান আলী ও সোলেমান আলীর ছেলে আব্দুলাহ আল মামুনকে গ্রেফতার করে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ এপ্রিল ॥ ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে ও বিকেলে দুই দফায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম প্রমুখ। অনুষ্ঠানের অতিথিগণ বিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও কৃতী শিক্ষার্থীসহ দেড়সহস্রাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ সরকারী বরাদ্দের স্লিপের অর্থে এবার ডোমার উপজেলার বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের আড়াইশ’ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া। বোড়াগাড়ী দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ,ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমীন,শিক্ষক আসফাক সারোয়ার সিদ্দিকী, মনজুর মোর্শেদ কবির,আসাদুজ্জামান সাঈদ, ফেরদৌসি পারভীন প্রমুখ।
×