ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে শতকোটি টাকার রেলভূমি দখলমুক্ত

প্রকাশিত: ০৫:১৭, ২১ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে শতকোটি টাকার রেলভূমি দখলমুক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে রেলের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় আট একর জায়গা দখলমুক্ত করেছে বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। এ অভিযানে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর রেলের পক্ষ থেকে খুঁটি ও তারকাঁটার বেড়া দিয়ে অবৈধ দখলমুক্ত রাখার কাজ চলছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেন বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তাকে সহায়তা করেন ওই বিভাগের কর্মকর্তা, সিএমপির রিজার্ভ পুলিশ, সদরঘাট থানা ও কোতোয়ালি থানার শতাধিক পুলিশ সদস্য। কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় দিনই অনুপস্থিত ছিলেন বলে রেলের পক্ষ থেকে জানা গেছে। এদিকে, উচ্ছেদকাজে ব্যবহৃত দুটি বুলডোজার শেষ মুহূর্তে এসে বিকল হয়ে পড়ায় উচ্ছেদ অভিযান আংশিক অসমাপ্ত ছিল। এ ব্যাপারে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ইশরাত রেজা বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। বুধ ও বৃহস্পতিবার আইস ফ্যাক্টরি সড়ক এলাকা থেকে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকায় এ অভিযান সফল হয়েছে। জানা গেছে, গত ১৯ ও ২০ এপ্রিল নগরীর আইস ফ্যাক্টরি সড়কসংলগ্ন রেলের প্রায় আট একর জায়গা অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এর আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার নোটিস দেয়া হয়েছিল। এর মধ্যে মুষ্টিমেয় অবৈধ দখলদার তাদের স্থাপনা সরিয়ে নিলেও রাঘববোয়াল ভূমিদস্যুরা স্থাপনা সরিয়ে না নেয়ায় অভিযান পরিচালিত হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর একই স্থানে অভিযান পরিচালনা করেন এই বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা। ওই সময় শতাধিক দোকানঘর ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হলেও রেল কর্তৃপক্ষ তথা ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বহীনতার কারণে আবারও পুনঃদখলে নেয় ভূমিদস্যুরা। দীর্ঘ প্রায় চার মাসের মধ্যেও কর্তৃপক্ষ এ ভূমির সীমানা প্রাচীর বা তারকাঁটার বেড়া দিয়ে দখলে রাখার চেষ্টা করেনি। ফলে আবারও বেদখল হয়ে শতকোটি টাকার ভূমি অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে যায়।
×