ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাবিদ সিলেট বিভাগের বাছাই পর্ব আজ

প্রকাশিত: ০৫:১৬, ২১ এপ্রিল ২০১৭

বাংলাবিদ সিলেট বিভাগের বাছাই পর্ব আজ

ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে বাংলাভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’-এর সিলেট বিভাগের বাছাই পর্ব শুক্রবার সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সিলেট বিভাগে এ বছরের বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল ৯টায় সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সিলেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলাভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাক টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপ এবং লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা বাংলা বই ও বইয়ের আলমারি। -বিজ্ঞপ্তি দিনাজপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে তিন ॥ তদন্ত কমিটি স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ গোপালগঞ্জ এলাকায় যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণে আহত আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা হলো তিন। নিহতর হলেনÑ রঞ্জনা রানী রায় (৪০), মোকসেদ আলী (৫২) ও আরিফুল ইসলাম (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ২ জনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেনÑ মুন্না (৩২), রোস্তম ( ৪৫), শফিকুল (১৯), উদয় চন্দ্র (৪৩) ও দুলাল (৩৫)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মারুফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলামের (৩০) মৃত্যু হয়। বুধবার বিকেলে ও রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জনা রায় (৪০) ও মোকছেদ আলীর (৫২) মৃত্যু হয়।
×