ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ ॥ দুই ছাত্র নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৫:১৬, ২১ এপ্রিল ২০১৭

চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ ॥ দুই ছাত্র নেতা বহিষ্কার

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কৃত এক ছাত্রলীগ নেতাকে পরীক্ষার অনুমতি না দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতকর্মীসহ ১২ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় চবি ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃত দুই নেতা হলেন- চবি ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল এবং সদস্য আব্দুল আল কায়সার শাকিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। এদিকে বৃহস্পতিবারের এ ঘটনায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ৪০১নং কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে। চবি ছাত্রলীগের সদস্য ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আল কায়সার দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ছিলেন। ফলে তিনি চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাননি। এ কারণে বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে পরীক্ষার হলের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের একটি অংশ। এ সময় তারা অন্য পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে বাধা প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও প্রক্টরসহ সহকারী প্রক্টরবৃন্দ ঘটনাস্থলে যান। তারা এ সময় আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা সমাজবিজ্ঞান অনুষদের পাশে একটি ট্রাক ভাংচুর করেন। পরে তারা চবি জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়ার চেষ্টা করেন। পুলিশ এ সময় বাধা দিলে ফের সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রলীগ নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এবং পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীসহ ১২ জন আহত হন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা চবি রেলস্টেশনে দাঁড়ানো শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেন। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে বিকেল ৫টার দিকে ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর নেতৃত্বে প্রক্টরের কার্যালয়ে আলোচনা শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
×