ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশু ও গৃহবধূসহ চার মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:১৬, ২১ এপ্রিল ২০১৭

শিশু ও গৃহবধূসহ চার মৃতদেহ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাগেরহাটে শিশু, কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূ, বগুড়ায় রিক্সাচালক, ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাট ॥ মোরেলগঞ্জে ৬ মাস বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের একাধারীয়া খাল থেকে সাদিয়া আক্তারের লাশ উদ্ধার করে। সাদিয়া শোনাখালী গ্রামের দিনমজুর আমির হোসেন শেখের একমাত্র সন্তান। পুলিশ জানায়, ৬ মাস বয়সী শিশু সাদিয়ার লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। লাশের পোস্টমর্টেম করা হয়েছে। সাদিয়ার মা মহিতুননেছা এই ঘটনার জন্য পিতা আমির হোসেনকে দায়ী করছেন। থানা পুলিশ ও স্থানীয়দের কাছে তিনি অভিযোগ করে বলেন, আমির হোসেনই সাদিয়াকে হত্যা করে খালে ফেলে দিয়েছে অথবা হত্যার উদ্দেশে খালে ফেলে পালিয়েছে। থানার ওসি জানান, বুধবার সকালে মেয়ে সাদিয়াকে নিয়ে পিতা আমির হোসেন কিছু না বলে বাড়ি থেকে চলে যায় এমন তথ্য দিয়ে এদিন বিকেলে আমিরের ভাই নেয়ামত আলী থানায় জিডি করেন। এর একদিন পরে আজ ভাসমান অবস্থায় সাদিয়ার মৃতদেহ পাওয়া গেলেও পিতা আমির হোসেনের কোন সন্ধান মেলেনি। দৌলতপুর, কুষ্টিয়া ॥ দৌলতপুরে লাবনী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামের নিজ বাড়ির পেছনের আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে মশাউড়া গ্রামের সেলিমের স্ত্রী লাবনীর লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত লাবনীর পিতা আমিরুল ইসলামের দাবি তার মেয়ের স্বামী ও তার পরিবারের লোকজন লাবনীকে মেরে ফেলে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। বগুড়া ॥ বগুড়ায় শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকাসংলগ্ন পুকুর থেকে বৃহস্পতিবার দুপুরে আনছার আলী (৫৫) নামে এক রিক্সাচালকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে পুকুরে লাশ পড়ে থাকতে দেখ স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর তার পরিচয় পাওয়া যায়। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা। তার বাড়ি কাহালু উপজেলার মালঞ্চ গ্রামে। তিনি শহরের সেউজগাড়ি এলাকার একটি রিক্সা গ্যারেজে থেকে রিক্সা চালাতেন। ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে ইব্রাহিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোনারামপুর ব্রিজের পূর্ব পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। ইব্রাহিম উপজেলার চরচারতলা এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। সে আশুগঞ্জ বাজারের একটি চালের আড়তে কাজ করত।
×