ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্র আহত ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:১৫, ২১ এপ্রিল ২০১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্র আহত ॥ সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমরান হোসেন (১৫) নামে বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলান বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের মধ্যে রাকিব (১৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। আহত ইমরান শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার প্রতিবাদ ও বখাটেদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পহলান বাড়ী এলাকায় সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপেন্দ্রনাথ বিশ্বাস ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন জানান, তাদের বিদ্যালয় ছুটি হলেই স্থানীয় কিছু বখাটে ছেলে ছাত্রীদের উত্ত্যক্ত করে। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় তারা কারও বিধিনিষেধ মানে না। কেউ কিছু বলারও সাহস পায় না তাদের। তাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও বানিয়াখালী গ্রামের সাইয়েদুর রহমানের ছেলে ইমরান বিভিন্ন সময় উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এতে তারা চরমভাবে ক্ষিপ্ত হয়। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ইমরান পহলান বাড়ী বাজারে যাওয়ার পথে রাকিব, সোহেল, রাসেল, রাজুসহ ১০-১২ বখাটে চাপাতি ও কাঁচের বোতল দিয়ে তার মাথা ও বুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। ওই সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইমরানকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, বখাটেরা স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে। আমরা তাদের প্রতিবাদ করার সাহস পাই না। ইমরান প্রতিবাদ করায় আজ তার এ অবস্থা। ওই বখাটেদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার করা না হলে ক্লাস বর্জন করে বিদ্যালয়ে অবরোধ কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
×