ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে ট্রাক চাপায় দুই নারী নিহত

প্রকাশিত: ০৫:১৫, ২১ এপ্রিল ২০১৭

নাটোরে ট্রাক চাপায় দুই নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ এপ্রিল ॥ বড়াইগ্রামে ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার কারবালা গলাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, উপজেলার খোর্দ্দ কাচুটিয়া গ্রামের ইমরান হোসেনের স্ত্রী নাজমা বেগম (৩০)এবং একই এলাকার মৃত ছাবুল্লর স্ত্রী সাজেদা বেগম (৫৫)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামস নূর জানান, বেলা দেড়টার দিকে দুই নারী ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মহাসড়কের পাশে বসেছিল। এসময় বিপরীত দিক থেকে নাটোরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়। গাইবান্ধায় পথচারী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, উপজেলার কাটাবাড়ী এলাকায় বুধবার রাতে এক সড়ক দুর্ঘটনায় আবু বক্কর ম-ল (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জের সাংবাদিক আব্দুল খালেক ম-লের বাবা এবং কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকার বাসিন্দা। জানা গেছে, বুধবার রাতে কাটাবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে বগুড়াগামী ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার তিনি মারা যান। পটিয়ায় সাইকেলআরোহী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুরদিঘী পাড় এলাকায় মাইক্রোবাস চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক বয়স ১৮। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি মাইক্রোবাস সাইকেল আরোহীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন সে বিকেলে মারা যান। ডিমলায় বৃদ্ধ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ডিমলা উপজেলা শহরের প্রধান সড়কের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৭ জন আহতের মধ্যে চিকিৎসাধীন বুধবার রাতে কাসিম মোল্লা (৭০) মারা গেছে। এ ছাড়া আহত দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চারজনকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা ইজিবাইকের যাত্রী ছিল। নিহত ব্যক্তি উপজেলার নাউতারা গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে। চারঘাটে পরীক্ষার্থী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, চারঘাটে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই কলেজছাত্রীসহ তিনজন। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাকড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রীর নাম রুখশানা খাতুন পাখি। সে উপজেলার পিরোজপুর গ্রামের তাজমুল হকের মেয়ে। পাখি চারঘাট মহিলা কলেজের ছাত্রী। চারঘাট উপজেলার সারদা ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আহতরা হলো, বিলমারিয়া গ্রামের মতিউর রাহমানের মেয়ে তিথি, পিরোজপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জেসমিন ও রিকশাচালক আলতাফ। এদের মধ্যে তিথি ও জেসমিন এমএ হাদি ডিগ্রী কলেজের ছাত্রী। তারা দুজনই এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে তারাও পাখির সঙ্গে বাড়ি ফিরছিলেন।
×