ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে এক শিক্ষকে চলছে প্রাইমারী স্কুল

প্রকাশিত: ০৫:১৪, ২১ এপ্রিল ২০১৭

পটুয়াখালীতে এক শিক্ষকে  চলছে প্রাইমারী স্কুল

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২০ এপ্রিল ॥ স্কুলটির নাম দক্ষিণ তিতকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। যেখানে শিক্ষক মাত্র দুইজন। তার মধ্যে আবার একজন ছুটিতে। তাই এক শিক্ষক দিয়ে চলছে ৮৫ শিক্ষার্থীর পাঠদান। এতে করে শিক্ষার গুণগতমান অর্জন তো দূরের কথা ‘নামের শিক্ষা’ পায় না এখানকার শিক্ষার্থীরা। এভাবেই এই স্কুলের পাঠদান চলছে দিনের পর দিন। এই স্কুলটি সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিণ তিতকাটা গ্রামে। সরজমিনে দেখা যায়, স্কুল ভবনটি খুব সুন্দর। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২০০৯ সালে নতুন ভবন নির্মাণ করা হয়। ‘সাইক্লোন সেন্টার কাম স্কুল’ ভবন নক্সায় এই স্কুলটি শ্রেণী কক্ষগুলো সুন্দর করে সাজানো। দেশের বরণ্য ব্যক্তিদের নামে প্রতিটি কক্ষের নামকরণ করা হয়েছে। যেমন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, নজরুল ইসলাম, জসীমউদদীন। স্কুলটিতে সবই আছে, শুধু নেই শিক্ষক। এদিকে স্কুলটিতে দুই শিক্ষক কর্মরত থাকলেও একজন ছুটিতে থাকায় আমিনুল ইসলাম নামে একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত রয়েছে। একটি শ্রেণী কক্ষে প্রবেশ করে পাঠদান করে ছুটে যাচ্ছেন আরেকটি শ্রেণী কক্ষে। এভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। পাঠদান নিয়ে কথা বললে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী তামান্না, স্যারে পড়া দিয়া অন্য ক্লাসে যান। আবার পরে আইয়া পড়া নেন। এভাবে আমাগো পড়ান স্যারে। শিক্ষক আমিনুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে এই স্কুলে দুইজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন। ১০ এপ্রিল এক শিক্ষক ছুটিতে যাওয়ায় এখন তিনি একা। শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষার্থীরা যেন জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে গাইতে পারে সেজন্য বরিশালে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে এ কর্মসূচীর সূচনা করা হয়, যা পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। কাজল ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, বহু ত্যাগ-তিতিক্ষা ও জীবনদানের মধ্য দিয়ে আমরা ১৯৭১ সালে আমাদের জাতীয় সঙ্গীত পেয়েছি। ভূমিহীনদের দলিল হস্তান্তর নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ এপ্রিল ॥ জেলার পীরগঞ্জ উপজেলার শিরাইল গুচ্ছগ্রামে ৩০ ভূমিহীন বাসিন্দার মাঝে জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই দলিল হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, এসিল্যান্ড সারওয়ার মোর্শেদ, আখতারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জালল উদ্দীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।
×