ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কালবৈশাখীতে আম ও বোরোর ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৫:১৩, ২১ এপ্রিল ২০১৭

রাজশাহীতে কালবৈশাখীতে আম ও বোরোর ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কালবৈশাখীর তা-বে জেলার চারঘাট, বাঘা ও তানোর এলাকায় আম ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের আম ব্যবসায়ী ও চাষীরা। বুধবার সন্ধ্যার পর কয়েক দফা কালবৈশাখীর হানায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমের। এছাড়া জেলার মোহনপুর, বাগমারা ও পবা এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সাদেক বলেন, খরার পরে ঝড়ো হাওয়ায় আমের কিছু গুটি নষ্ট হলেও বৃষ্টিতে মূলত আমের উপকারই হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগে (ঝড়ে) আমের বিপুল পরিমাণ গুটি ঝরে পড়েছে। এদিকে তানোরে ঝড় ও বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌর এলাকায় গত বুধবার সন্ধ্যার পর থেকে প্রচ- ঝড় ও বৃষ্টির কারণে শীষ বের হওয়া বোরো ধান মাটিতে নুইয়ে পড়েছে। এতে কৃষকদের মুখে হতাশার রেখা ফুটে উঠেছে। কৃষকরা বলেন, বোরোর শীষ বের হয়ে আধা-পাকা অবস্থায় থাকা ধান মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। অপরদিকে ঝড়ে এলাকার গাছের থোকায় থোকায় আম ঝরে পড়ায় চাষীরা ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া রবি ফসল ভুট্টা, পেঁপে, লিচু ও কলাসহ সজিনা গাছ ভেঙ্গে পড়েছে। তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের কৃষক কালাম বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, বর্তমানে তার জমির ধান আধা-পাকা অবস্থায় রয়েছে। তবে কালবৈশাখীর কারণে জমির ধান মাটির সঙ্গে নুইয়ে পড়েছে। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঝড়ে ধান ও আমসহ রবি ফসলের ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা যায়নি। দুই নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জামতলা বস্তিতে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলাউদ্দিনকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। অপরদিকে, নগরীর নিউমার্কেট এলাকায় ১০ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। অধিদফতর এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায়ও তার নাম রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জামতলা বস্তি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩৪ কেজি গাঁজা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। এদিকে, র‌্যাবের এক অভিযানে বুধবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয় রোজিয়া বেগম এবং গুলবাহার বেগম নামের দুই নারী।
×