ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জনসংযোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় নীতিগত সমর্থন তথ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৫:১২, ২১ এপ্রিল ২০১৭

জনসংযোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় নীতিগত সমর্থন তথ্যমন্ত্রীর

পেশার মানোন্নয়নে জনসংযোগ ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সমর্থন দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত ১৬ এপ্রিল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সম্মেলন কক্ষে বাংলাদেশ জনসংযোগ সমিতির নবগঠিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় মন্ত্রী তার বক্তব্যে সমর্থনের কথা ব্যক্ত করেন। পিআইবি’র মহাপরিচালক তথ্যমন্ত্রীকে পিআইবিতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় সমিতির সভাপতি এবং বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক জনসংযোগ মোস্তফা-ই-জামিলের সূচনা বক্তব্যের পর বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের শীর্ষ জনসংযোগ নির্বাহীরা বক্তব্য প্রদান করেন। বক্তারা বাংলাদেশে জনসংযোগ পেশার সুবর্ণ ঐতিহ্য, নানাবিধ পেশাগত চ্যালেঞ্জ, বিদ্যমান বিশৃঙ্খল অবস্থাসহ ভবিষ্যত কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি মসুলে সাজসজ্জা ইরাকী বাহিনী আইএসের নিকট থেকে পূর্ব মসুল দখলমুক্ত করার পর সেখানকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি গোজগাছ শুরু করেছে। মুহাম্মদ তুর্কি নামের এই ব্যক্তি পূর্ব মসুলের আল-কুয়াইরা জেলার একটি বাড়ির ছাদে স্যাটেলাইট ডিস এ্যন্টেনা স্থাপন করছেন।-এএফপি মহাকাশ অভিযান নাসার জ্যোতির্বিজ্ঞানী জ্যাক ডেভিস ফিশার রুশ সহকর্মী ফিওদর উরচিথিন সঙ্গে সয়ু এমএস-০৪ মহাকাশযানে করে বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছে। রওনা হওয়ার আগে তিনি রাশিয়ার বাইকানুর মহাকাশ কেন্দ্রে সহকর্মীদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।-এএফপি
×