ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল দাবিতে খুলনায় উপকূলীয় মহাসমাবেশ

প্রকাশিত: ০৫:১১, ২১ এপ্রিল ২০১৭

রামপাল বিদ্যুত প্রকল্প বাতিল দাবিতে খুলনায় উপকূলীয় মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রামপাল তাপ বিদ্যুত প্রকল্প বাতিলসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ, এ অঞ্চলের মানুষের জন্য প্রকৃতিবান্ধব উন্নয়ন পরিকল্পনা এবং সুলভে গ্যাস ও বিদ্যুত সরবরাহের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শহীদ হাদিস পার্কে উপকূলীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি এই কর্মসূচী আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। সমাবেশে একই দাবিতে ২৫ এপ্রিল থেকে ২৫ জুন উপকূলীয় অঞ্চলে জেলা-উপজেলায় সভা, সমাবেশ ও গণসংযোগ, রামপাল মার্চ প্রভৃতি কর্মসূচী ঘোষণা করা হয়। সমাবেশে আনু মুহাম্মদ বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এবং কর্মসংস্থানের মিথ্যাচার ছড়িয়ে সরকার রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী অপতৎপরতা অব্যাহত রেখেছে। নিখোঁজ ফরাসী নাগরিকের সন্ধান চেয়েছে দূতাবাস কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে নিখোঁজ এক ফরাসী নাগরিকের সন্ধান চেয়েছে ঢাকায় নিযুবাক ফরাসী দূতাবাস। ২৯ বছর বয়সী নিখোঁজ এই নাগরিকের নাম আর্থার এ্যাঞ্জি। গত জানুয়ারি মাস থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার ঢাকার ফ্রান্সের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে। নিখোঁজ ফরাসী যুবকের ছবি প্রকাশ করে তার বিষয়ে কোন তথ্য থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে কল করতে অনুরোধ করেছে ফরাসী দূতাবাস। গত ১১ জানুয়ারি শেষবার তাকে ঢাকায় দেখা গেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হওয়া আর্থার সাধারণত হেঁটে বা অন্যের গাড়িতে করে ঘুরে বেড়াতেন।
×