ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্পট মার্কেটে ন্যাশনাল হাউজিং

প্রকাশিত: ০৫:০৫, ২১ এপ্রিল ২০১৭

স্পট মার্কেটে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, আগামী ২৩ থেকে ২৪ এপ্রিল টানা ২ কার্যদিবস স্পট মার্কেটে লেনদেন করবে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ মে। -অর্থনৈতিক রিপোর্টার তিতাস গ্যাসের ইপিএস বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৯ মাসে (জুলাই, ২০১৬-মার্চ, ২০১৭) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৮৫ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৯৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×