ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশিত: ২০:২৭, ২০ এপ্রিল ২০১৭

ভিয়েনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল বিকেলে ভিয়েনার হউফসাইলের বাংলাদেশ দূতাবাস কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। সঞ্চালনা করেন কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান শাবাব বিন আহমেদ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মালিহা শাহজাহান। সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, ড. শহীদ হোসেন, ড. মোঃ সামসুদ্দিন, শাহ মোঃ ফরহাদ, ফিরোজ আহমেদ, এমরান হোসেন, বখতিয়ার রানা, নয়ন হোসেন, মনোয়ার পারভেজ, ইয়াসিম মিয়া বাবু প্রমুখ।-বিজ্ঞপ্তি
×