ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ মে ঢাকায় সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশন

প্রকাশিত: ০৮:৩৭, ২০ এপ্রিল ২০১৭

২০ মে ঢাকায় সাম্প্রদায়িকতা বিরোধী জাতীয় কনভেনশন

স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট আগামী ২০ মে ঢাকায় সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় কনভেনশনের ডাক দিয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি জানান, বাঙালীর অসাম্প্রদায়িক উৎসব-পার্বণ ও সাংস্কৃতিক আয়োজনে ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর হুঙ্কার-হুমকির বিপরীতে ২০মে দেশব্যাপী জাতীয় কনভেনশন হবে। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি এই কনভেনশনে দেশের জেলা-উপজেলা থেকেও সংস্কৃতিকর্মীরা এতে যোগ দেবে। ‘অসাম্প্রদায়িকতা বাংলাদেশের বিরুদ্ধে কিছুই মানি না’ শিরোনামে এই সমাবেশে সভাপতির ভাষণে গোলাম কুদ্দুছ বলেন, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় আমরা দেশব্যাপী তা পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমরা দেখেছি আবার সেই পশ্চাৎপদ শক্তি মঙ্গল শোভাযাত্রাকে ব্যাহত করার জন্য হুঙ্কার দিয়েছে। সমাবেশের শুরুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ হেফাজতে ইসলামকে দানবের দল আখ্যা দিয়ে বলেন, এরা জামায়াতের উত্তরসূরি। এরা ধর্মকে ব্যবহার করে এই দেশকে এক নতুন পাকিস্তানে পরিণত করতে চায়। সমাবেশে আরও বক্তব্য রাখেন অভিনেতা নাদের চৌধুরী, মান্নান হীরা, বুলবুল ইসলাম ও আহসান হাবিব নাসিম। বুধবারের সমাবেশে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর ও অভিনেত্রী শামীমা তুষ্টি।
×