ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুল্ক গোয়েন্দাদের কাছে সময় চাইলেন মুসা বিন শমশের

প্রকাশিত: ০৮:২৫, ২০ এপ্রিল ২০১৭

শুল্ক গোয়েন্দাদের কাছে সময় চাইলেন মুসা বিন শমশের

স্টাফ রিপোর্টার ॥ ধনকুবের প্রিন্স মুসা বিন শমশের শুল্ক গোয়েন্দার কাছে সময় প্রার্থনা করেছেন। বুধবার তিনি সশরীরে হাজির হয়ে শুল্ক গোয়েন্দার কাছে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে সময় চেয়েছেন। বিলাসবহুল গাড়ি শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের সূত্রে আজ (বৃহস্পতিবার) শুল্ক গোয়েন্দা দফতরে হাজির হওয়ার তারিখ ছিল। গতকাল মহাপরিচালকের দফতরে লেখা একটি আবেদনপত্রে মুসা লিখেছেন, আমি ডায়াবেটিস, হৃদরোগ ও মুখের আংশিক পক্ষাঘাত রোগে আক্রান্ত। এই মুহূর্তে চিকিৎসকরা দীর্ঘদিন বিশ্রামে থেকে উপযুক্ত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। গত ২১ মার্চ গুলশান ২ এর রোড নম্বর ১০৪ হাউস ৮ এর বাড়িতে অভিযানের সূত্রে রেঞ্জ রোভার গাড়ি আটক করে শুল্ক গোয়েন্দারা। গাড়িটি ভোলা বিআরটিএ থেকে ভুয়া বিল অব এন্ট্রি দিয়ে জনৈক ফারুকুজ্জামানের নামে রেজিস্ট্রেশন করানো হয়।
×