ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় সুপ্রীমকোর্টের নির্দেশ

বাবরি মসজিদ ধ্বংসে আদভানি যোশীসহ ২১ বিজেপি নেতার বিচার হবে

প্রকাশিত: ০৮:২৫, ২০ এপ্রিল ২০১৭

 বাবরি মসজিদ ধ্বংসে আদভানি যোশীসহ ২১ বিজেপি নেতার বিচার হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় ক্ষমতাসীন বিজেপির অন্তত ২১ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রীমকোর্ট। আদালতের এই আদেশে বিজেপির সাবেক প্রধান লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী ও উমা ভারতীসহ এই ২১ নেতার বিরুদ্ধে মামলা চালাতে পারবে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। বুধবার ভারতীয় সুপ্রীমকোর্টের বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ও রোহিনটন ফলি নরিম্যানের এক বেঞ্চ এ নির্দেশ দেন। বিশ্লেষকরা বলছেন, আদালতের এই নির্দেশ মোদি সরকারের জন্য বড় ধাক্কা। খবর বিবিসি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। ভারতের সুপ্রীমকোর্ট বলেছে, ১৯৯০’র দশকে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের জন্য ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেতাদের বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের বিচার হবে। আগামী দুই বছরের মধ্যে এ বিচার শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ রয়েছে তৎকালীন বিজেপি নেতৃত্বের ‘উস্কানিমূলক’ বক্তব্যের কারণে হিন্দুরা ১৯৯২ সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেছিল। যদিও বিজেপি নেতারা এ ধরনের কোন বক্তব্য দেয়ার বিষয়টি অস্বীকার করছেন। বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে হিন্দু-মুসলমান দাঙ্গায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়। হিন্দুরা দাবি করে, বাবরি মসজিদ যে জায়গাটিতে অবস্থিত সেখানে হিন্দুদের অন্যতম দেবতা রামের জন্ম হয়। কিন্তু ষোড়শ শতকে হিন্দু মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ নির্মাণ করা হয়। এ জায়গায় মসজিদ থাকবে নাকি মন্দির থাকবে সে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত কোন রায় না দিয়ে উভয় সম্প্রদায়কে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার পরামর্শ দিয়েছে।
×