ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘে যান ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:২৪, ২০ এপ্রিল ২০১৭

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘে যান ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ভারতের কাছ থেকে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা পেতে জাতিসংঘে যান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাসিনা সরকার পানি আনতে ব্যর্থ হয়েছেন, অন্যান্য দাবি আদায়েও ব্যর্থ হয়েছেন। তাই অবিলম্বে তিস্তা নদীসহ ৫৪ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘের সহায়তা নিন, সমস্যা সমাধানে জতিসংঘকে সম্পৃক্ত করুণ। আমরা কোন দয়া চাই না, এটা আমাদের ন্যায্য অধিকার। তিনি বলেন, এখন আমাদের যে আন্দোলন চলছে সেটা কোন ব্যক্তি বা দলের জন্য নয়। এ আন্দোলন মানুষের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেনÑ বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্র্নেল (অব) জয়নুল আবেদীন, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
×