ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে তিন ইউনিটের উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৮:০৩, ২০ এপ্রিল ২০১৭

আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে তিন ইউনিটের উৎপাদন বন্ধ

বাংলানিউজ ॥ কালবৈশাখী ঝড়ের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার রাত ৮টা থেকে বিদ্যুতকেন্দ্রের তিন নম্বর ও চার নম্বর ইউনিট এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদীসহ কয়েকটি জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে। আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কালবৈশাখী ঝড়ের কারণে হঠাৎ করে বিদ্যুতকেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বিদ্যুতকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো উৎপাদনে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
×