ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

Taslima Afroz

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

প্রকাশিত: ০৬:৩৫, ২০ এপ্রিল ২০১৭

নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

Blessed with SHAH MD.IDRIS ALI & HAMIDA ALI C/O Md. Sofiul Haq Khandakar (Shohag) M.Sc. (First Class 1st), B.Sc. (First Class 9th) Achieved: Best Teacher Award, Lecturer in Zoology, Arambagh High School & College, Arambagh, Motijheel, Dhaka -1000. Mob: 01711-043777 e-mail: [email protected] (চতুর্থ অধ্যায় : জীবনীশক্তি) সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা রইল। ইতোপূর্বে তোমরা জীবনীশক্তি, জীবনীশক্তিতে অঞচ এর ভূমিকা সম্পর্কে জেনেছো। আজকের আলোচনা: সালোকসংশ্লেষণ এই অধ্যায়ে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ: ADP = Adenosine Diphosphate (অ্যাডিনোসিন ডাইফসফেট) ATP = Adenosine Triphosphate (অ্যাডিনোসিন ট্রাইফসফেট) GTP = Guanosine Triphosphate (গুয়ানোসিন ট্রাইফসফেট) NAD = Nicotinamide Adenine Dinucleotide (নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড) NADP = Nicotinamide Adenine Dinucleotide Phosphate (নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট) NADPH2 = weRvwiZ Nicotinamide Adenine Dinucleotide Phosphate (বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট) FAD = Flavine Adenine Dinucleotide (ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাই) FADH = বিজারিত Flavine Adenine Dinucleotide (বিজারিত ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাই) Pi = Inorganic Phosphate (ইনঅরগ্যানিক ফসফেট) 3PGA = Phospho Glysaric Acid (৩-ফসফোগ্লিসারিক এসিড) সালোকসংশ্লেষণ (Photosynthesis): সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য হলো যে, এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সইড (CO) ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ার এ প্রক্রিয়াই সালোকসংশ্লেষণ (Photosynthesis)। যে প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ আলোর উপস্থিতিতে বায়ুমন্ডলস্থ কার্বন ডাই অক্সাইড (CO) ও মাটি থেকে শোষিত পানির (ঐ২ঙ) সাহায্যে কার্বোহাইড্রেট (ঈ৬ঐ১২ঙ৬) জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন (ঙ২) ও পানি নির্গত করে তাকে সালোকসংশ্লেষণ (Photosynthesis) বলে।’ এই শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ-কোষস্থ ক্লোরোফিল আলোকশক্তিকে অঞচ এবং ঘঅউচঐ২ (পানির সালোকবিভাজনের মাধ্যমে) নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ঐ রাসায়নিক শক্তিকে (অঞচ এবং ঘঅউচঐ২) কাজে লাগিয়ে ঈঙ২ বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট বা শর্করা (ঈ৬ঐ১২ঙ৬) জাতীয় খাদ্য প্রস্তুত ও উপজাত হিসেবে ঙ২ নির্গত করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিক বিক্রিয়াটি নি¤œরুপ: সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো : (১) ক্লোরোফিল (২) সূর্যালোক বা আলো (৩) পানি এবং (৪) কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কান্ড অথবা পাতায় সঞ্চিত হয়। উদ্ভিদ দ্বারা সঞ্চিত খাদ্যের উপরেই মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে।
×