ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফাহিম ফয়সালের ‘নিঝুম নীরবতা’

প্রকাশিত: ০৬:০৬, ২০ এপ্রিল ২০১৭

ফাহিম ফয়সালের ‘নিঝুম নীরবতা’

স্টাফ রিপোর্টার ॥ ‘এই নিঝুম নীরবতায়, মন শুধু তোরে চায়, এই রাতের সরলতায়, দু’চোখ তোরে খুঁজে যায়। শত ইচ্ছেরও কবিতা আজ, উড়ছে তোরই অভিপ্রায়’। কথাগুলো সঙ্গীতশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের ‘নিঝুম নীরবতা’ শীর্ষক নতুন গানের। ফাহিম ফয়সালের সুরে গানটির বাণী সাজিয়েছেন জাহিদ সাঁই। সঙ্গীতায়োজন করেছেন তানজীল হাসান। নতুন এই গানের জন্য ভিন্ন ভাবনার একটি মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে শিল্পী ফাহিম ফয়সাল জানান, বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে উৎসবের আমেজকে মাথায় রেখে আমার নতুন এই সিঙ্গেল ট্র্যাকটি শ্রোতাদের জন্য নির্মাণ করেছি। গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল ও মিউজিক ভিলেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটিতে শ্রুতিমধুর একটি সুর দেয়ার চেষ্টা করেছি। তিনি জানান গানটি মূলত ‘ইডিএম’ ধারার হলেও এর সঙ্গীতায়োজন করা হয়েছে ‘ডাবস্টেপ’ ও ‘ইডিএম’ এর সংমিশ্রণে। আশা করি গানের বাণী, সুর, সঙ্গীত ও মিউজিক ভিডিওটি শ্রোতাদের কাজে ভাল লাগবে।
×