ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুভজনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০৬, ২০ এপ্রিল ২০১৭

শুভজনের সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন ‘শুভজন’ এর নবগঠিত নির্বাহী পর্ষদের অভিষেক উপলক্ষে সম্প্রতি শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। শুভজনের প্রতিষ্ঠাতা কবি ও আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শুভজনের উপদেষ্টা কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল। অনুষ্ঠানে গীতিকবি এমআর মনজুকে সভাপতি, কবি নইম হাসানকে সাধারণ সম্পাদক এবং আবৃত্তিশিল্পী তরুণ রাসেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করে শুভজনের নবগঠিত একত্রিশ সদস্যবিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শেষে শুভজনের সদস্য শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় বাংলা গান, আবৃত্তি ও নৃত্যে সাজানো মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘নব আনন্দে জাগো’ শিরোনামে আয়োজিত শুভজনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মল্লিকা, বিডি হৃদয়, জাহিদ হোসেন, শায়লা রহমান, সামিত আহমেদ, নিঝুম মতীন, সানিয়া রমা, জয় জুয়েল, ইয়াম্মী ও পুস্পিতা। আবৃত্তি করেন তরুণ রাসেল, তামান্না জেসমিন, হাসিনা মতীন, ডি কে সৈকত, সালাউদ্দিন মাহমুদ, রেহান রুবেল, ঢালী মনিরুজ্জামান এবং নীপা চৌধুরী। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আনন্দিতা খান। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী রোজী এমপি। সম্মানিত অতিথি ছিলেন নাট্যজন অধ্যাপক ড. ইনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, উপকর কমিশনার সফিউল আজম সেলিম, কবি আসলাম সানি, নাট্যকার ইসহাক খান, সাংবাদিক নাজমুল হুদা, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
×