ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দীপু হাজরার ‘শব্দের শরীর’

প্রকাশিত: ০৬:০৫, ২০ এপ্রিল ২০১৭

দীপু হাজরার ‘শব্দের শরীর’

স্টাফ রিপোর্টার ॥ নন্দিত নির্মাতা দীপু হাজরা পরিচালিত বিশেষ নাটক ‘শব্দের শরীর’ আগামীকাল শুক্রবার রাত ৯-০৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। আহসান হাবিব সকাল রচিত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ জিয়াউল ফারুক অপূর্ব, মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, জাবেদুর রহমান, জাফিয়া হক, এসএম কাশেম, রাহাদ খান, সাদ্দাম সানি প্রমুখ। নাটকের চিত্রগ্রহণ এ জেড আসাদ, সম্পাদনায় এম আর তুষার। ‘শব্দের শরীর’ নাটকের গল্পে দেখা যায়, টগর একজন স্বনামধন্য লেখক। তার লেখনী তাকে নিয়ে গেছে এক উচ্চতর আসনে। এক নামেই তিনি পরিচিত। কোন একদিন টগরের ইন্টারভিউ নিতে আসে হাবিব নামের এক সাংবাদিক। সেখানে আলাপচারিতার মাঝে পরিচয় করিয়ে দেয় টগরের স্ত্রী চারুর সঙ্গে। হাবিব চারুকে দেখে চিনে ফেলে, কারণ এক সময় দুজন-দুজনকে ভালবাসত। কোন এক দুর্ঘটনায় হাবিব আক্রান্ত হলে সেই ফাঁকে পরিচয় হয় টগরের সঙ্গে। কায়দা করে টগর চারুকে বিবাহ করে। হাবিব অনুসন্ধান চালিয়ে পরবর্তীতে জানতে পারে টগর আসলে চারুকে ব্যবহার করে চারুর লেখাগুলোই নিজের নামে চালিয়ে দিয়েই তার এত নামডাক। বলা যায় চারু গৃহব›ীদই আছে টগরের কাছে। এভাবে এগোতে থাকে ‘শব্দের শরীর’ নাটকের গল্প। নাটকটি নিয়ে আশাবাদী পরিচালক দীপু হাজরা। তিনি বলেন, নাটকের গল্প গড়ে উঠেছে দুজন লেখকের জীবনকাহিনী দিয়ে। যদিও তারা দুজনে স্বামী-স্ত্রী। টগর নামকরা একজন লেখক কিন্তু যা তিনি নিজের লেখনী দ্বারা নয়, মূলত স্ত্রী খুব ভাল লেখেন সেই লেখা নিজের নামে চালিয়ে দিয়ে তিনি নাম-যশের খ্যাতি কুড়িয়ে পান। হঠাৎ এমন একটি বিষয় নিয়ে কেন নাটকটি নির্মাণ করতে গেলেন? এ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, আমাদের সমাজে অনেকে অনেক কিছু চুরি করে নিজে বিখ্যাত হয়েছেন, এটা নতুন কোন ঘটনা নয়। সেক্ষেত্রে লেখালেখি তো অবশ্যই। তাই বিষয়টি নাটকের মতো করে মৌলিকভাবে নিয়ে আসাটা আমার কাছে বেশ বাস্তবসম্মত মনে হয়েছে বলেই গল্পটি বেছে নেয়া। কাজটি করতে গিয়ে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? দীপু হাজরা জানান, কিছুটা শঙ্কা থেকেই যায়। তারপরও আমি খুশি নাটকটি এনটিভিতে প্রচার হবে। আর আমারও তাই আশা ছিল। তিনি আরও বলেন, নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী, কারণ নাটকের গল্প ও শিল্পীদের সবার অভিনয় বিশেষ করে অপূর্ব ও মৌটুসী বিশ্বাসের অভিনয়ে আমি মুগ্ধ। বাকিটা না হয় দর্শকদের ওপর রইল।
×