ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ

প্রকাশিত: ০৬:০০, ২০ এপ্রিল ২০১৭

লুঙ্গি ড্যান্স শেখালেন শাহরুখ

১৯৮০ এর শেষের দিকে বেশকিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা আমি বলছি । শাহরুখ খান চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দী চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। তিনি কিং খান নামে ও পরিচিত বলিউডের ‘বাদশা’ তিনি। ছবির পর্দায় প্রযোজকদের কথামতো নাচানাচি করলেও সম্প্রতি তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে। গত শুক্রবার ‘স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ৬০তম আসরে হাজির হয়েছিলেন শাহরুখ খান। আর সেখানেই প্রযোজক ব্রেট র‌্যাটনারকে ‘লুঙ্গি ড্যান্স’ শেখালেন বলিউডের এই সুপারস্টার। যে ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে অন্তর্জাল দুনিয়ায়। ব্রেট র‌্যাটনার হলিউডের নামী প্রযোজক তো বটেই, তাঁর ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’-এর মতো ব্লকবাস্টার এ্যাকশান প্যাক্?ড ছবিও। বলিউড বাদশা শাহরুখ খান, সেই ব্রেট র‌্যাটনারকেই এবার ‘লুঙ্গি ড্যান্স’-এর স্টেপ শেখালেন। তাও আবার ভরা সভাগৃহে, স্টেজের ওপরে। কিন্তু শিক্ষকের কারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে কিং খানকে। এছাড়া ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ব্রেট র‌্যাটনার জানান, হলিউড অভিনেতা জ্যাকি চান, দ্য রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।
×