ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিয়ের পিঁড়িতে কারিশমা কাপুর

প্রকাশিত: ০৬:০০, ২০ এপ্রিল ২০১৭

বিয়ের পিঁড়িতে কারিশমা কাপুর

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। কাপুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেতা রণধির কাপুর এবং ববিতার প্রথম কন্যা। কারিশমা কাপুর ১৯৯১ সালে, সতের বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীকালে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালে, কাপুর তার সর্বাধিক বাণিজ্যিক সাফল্য রাজা হিন্দুস্তানী চলচ্চিত্রের জন্য প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন, এবং পরবর্তীতে দিল তো পাগল হ্যায় (১৯৯৭) রোমান্টিক নাট্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পবার্শ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হন ফিজা (২০০০) চলচ্চিত্রে নেতৃস্থানীয় ভূমিকায় অভিনয়ের জন্য এবং জুবেইদা (২০০১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এই কিছুদিন হলো কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী বিয়ে করেছেন। এর মধ্যেই তার বিয়ের গুঞ্জনও শুরু হয়ে গিয়েছে। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, আবার নাকি বিয়ে করতে চলেছেন করিশমা কাপুর। এই পাত্রও আবার এক ব্যবসায়ী। নাম সন্দীপ তোশিয়ানি। মুম্বইয়ের বাণিজ্য মহলে বেশ নাম ডাক রয়েছে করিশমার সাম্প্রতিক বয়ফ্রেন্ডের। সঞ্জয়ের সঙ্গে ছাড়াছাড়ি সময় থেকেই দিল্লীর ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে করিশমার। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্দীপ বিবাহিত। আইনী বিচ্ছেদ না হওয়া পর্যন্ত করিশমাকে বিয়ে করতে পারছিলেন না। সম্প্রতি সন্দীপের স্ত্রী আশ্রিতা বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। আশ্রিতা প্রথমে সন্দীপকে ‘ডিভোর্স’ দিতে রাজি হননি। পরে দীর্ঘদিন আলাদা থাকার পর তিনি বিবাহবিচ্ছেদে রাজি হয়েছেন। আশ্রিতাকে ভরণপোষণ বাবদ ২ কোটি টাকা এবং সন্দীপের দিল্লীর বাড়িটি দেবেন। তাঁদের দুই মেয়ে প্রত্যেকে ৩ কোটি টাকা করে ও পাবেন বলে জানা গেছে। তবে কারিশমা কাপুরের ইতিহাস একি রকমের ২০০৩ সালে ঘটা করে দিল্লীর খ্যাতনামা ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে তার বিয়ে হয়েছিল। ২০০৫ সালে জন্ম হয় মেয়ে সামায়রার। ছেলে কিয়ানের জন্ম ২০১০ সালে। এরপর থেকেই দু’জনের সম্পর্ক তেতো হতে শুরু করে। সঞ্জয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ২০১৬ সালে সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের পথ বেছে নেন কারিশমা।
×