ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

চাচা-ভাতিজাসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৫৫, ২০ এপ্রিল ২০১৭

চাচা-ভাতিজাসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় পাবনায় ৩ বাসযাত্রী, গাইবান্ধায় কলেজের সাবেক ভিপি, মাগুরায় এমএনএ’র পুত্র, কুষ্টিয়ায় চাচা-ভাতিজা, ঝিনাইদহে মোটরসাইকেল আরোহী ও নীলফামারীতে যুবক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- পাবনা ॥ পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাজিরহাট থেকে ছেড়ে আসা পাবনাগামী উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুর নামক স্থানে আসলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খালে উল্টে যায়। এতে ৪০ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তির পর ৩ জন মারা গেছে। নিহতরা হলেন আমিনপুর থানার কাশিনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে আবু মুছা (৪০), সাথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন। অপর একজনের পরিচয় জানা যায়নি। কুষ্টিয়া ॥ সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন ইয়াকুব আলী দর্জি (৪৮) ও তাঁর ভাতিজা সাইফুল (৩৬)। মঙ্গলবার রাতে কুষ্টিয়া-ইশ্বরদী সড়কে ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকায় একটি পিকআপ মোটরসাইকেলের আরোহী ওই দুইজনকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলেছে, নিহতরা রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে বারমাইল চৌরাস্তার মোড়ে পৌঁছালে কুষ্টিয়া ছেড়ে আসা পিকআপ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গাইবান্ধা ॥ পলাশবাড়ী উপজেলার চৌমাথা মোড়ের মহিলা মাদ্রাসার সামনে মঙ্গলবার রাতে পিকআপ চাপা দিলে ঘটনাস্থলে গাইবান্ধা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোর্শেদ বিল্লাহ রাশেদ ওরফে ভিপি রাশেদ (৪০) নিহত ও লিটন মিয়া আহত হয়। সে জেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টায় রাশেদ ও লিটন মোটরসাইকেলে করে পলাশবাড়ী থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দু’জনই ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় একটি পিকআপ তাদের চাপা দেয়। মাগুরা ॥ বুধবার সকালে সদর উপজেলার কাটাখাল শেখপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মীর আতাহার আলী (৬০) নিহত হয়েছেন। নিহতের পিতা মাগুরা শহরের কাউন্সিল পাড়ার বাসিন্দা মরহুম এ্যাড. হাসেম আলী ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের এমএনএ ছিলেন। নীলফামারী ॥ যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনারুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে উল্টে পড়লে ৫ যাত্রী আহত হয়। বুধবার দুপুরে নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষষ নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ ॥ ট্রাক চাপায় মির্জা শামসুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
×