ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লা আওয়ামী লীগ

আধিপত্য বিস্তার নিয়ে দুই কর্মী খুন

প্রকাশিত: ০৫:৫৫, ২০ এপ্রিল ২০১৭

আধিপত্য বিস্তার নিয়ে দুই কর্মী খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ এপ্রিল ॥ আধিপত্য বিস্তার ও বালু ব্যবসা নিয়ে দুইপক্ষের বিরোধের জের ধরে ফারুক ও সাইদুল নামে ২ আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য আশরাফুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হয়েছে। মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- রহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ফারুক, একই গ্রামের হানিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম। এদিকে পুলিশ বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। জানা যায়, মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় আধিপত্য বিস্তার ও গোমতী নদীর বালু ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষ- ইউপি মেম্বার আশরাফুল ইসলাম, ফারুক, সাইদুল ইসলাম এবং আনিস, আলাউদ্দিন, কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে আলাউদ্দিন, আনিস ও কবির গ্রুপের লোকজন আশরাফ মেম্বারের বালু ব্যবসার ড্রেজিং কাজে নিয়োজিত লোকজনকে বাধা দেয় ও মারধর করে। খবর পেয়ে আশরাফ মেম্বার, ফারুক ও সাইদুলসহ তাদের লোকজন ঘটনাস্থলে আসে এবং উভয়পক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আশরাফ মেম্বার পক্ষের ফারুক (২৮) ও সাইদুল ইসলাম (২৫) মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আশরাফ মেম্বারসহ অন্তত ১২ জন আহত হয়। নিহত ফারুক ও সাইদুল ইসলাম আশরাফ মেম্বারের নিকটাত্মীয় এবং স্থানীয় আওয়ামী লীগের কর্মী। এদিকে ২ জনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ইউপি মেম্বার আশরাফুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে তার প্রতিপক্ষ আনিস-আলাউদ্দিন গ্রুপের এক সদস্য রহিমপুর গ্রামের হোরন মিয়ার ছেলে সাইদুরকে ১০ কেজি গাঁজাসহ ধরে পুলিশ সোপর্দ করে। ওই মামলায় সাইদুর জেলহাজতে রয়েছে। এতে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাতে আনিস গ্রুপের লোকজন রুবেল নামে তার এক ড্রেজারকর্মীকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা মারধরসহ কুপিয়ে ফারুক ও সাইদুলকে হত্যা করে। এদিকে রাত থেকেই মুরাদনগরে অবস্থান করছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেন। তিনি জানান, ঘটনার ভয়াবহতা দেখে ২ জনকে হত্যার বিষয়টি পরিকল্পিত মনে হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় আশরাফুল ইসলাম মেম্বার বাদী হয়ে কবিরকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেন। এ ঘটনায় আনিসসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক ৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের মশুয়া গ্রামে বুধবার ভোরে প্রতিপক্ষের হামলায় ফজলুল হক বেগ (৬৫) নামে আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। জানা গেছে, স্থানীয় ডেওটুকুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এলাকার কয়েক ব্যক্তির সঙ্গে ফজলুল হক বেগের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। দুর্র্র্বৃত্তরা তার পেটে ও বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
×