ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নর্থ সাউথ ভার্সিটিতে মুজিবনগর দিবসে আলোচনা সভা

প্রকাশিত: ০৫:৫৪, ২০ এপ্রিল ২০১৭

নর্থ সাউথ ভার্সিটিতে মুজিবনগর দিবসে আলোচনা সভা

সোমবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুর রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরীফউদ্দিন আহমেদ। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী। -বিজ্ঞপ্তি সাঁকো ইন্টারন্যাশনাল শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান সামাজিক দায়বদ্ধতার আওতায় সাঁকো ইন্টারন্যাশনাল বয়স্ক ও দরিদ্র বিধবা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করেছে। সাঁকো ইন্টারন্যাশনালের পক্ষে কাতসুনরি কবাইয়াশি অনুদানের অর্থ ইউনাইটেড এপেয়ারেলসের দরিদ্র বিধবা শ্রমিক আমবিয়া বেগমকে হস্তান্তর করেন। অনুষ্ঠানে থার্ড অফিসের পক্ষে তাকাসি আরাতানি, সামিজু নারিয়াকি, আবু হাসনাত আলম ও ইউনাইটেড এপেয়ারেলসের চেয়ারম্যান মির্জা সাইদুল হাসান এবং সাঁকো ইন্টারন্যাশনালের পক্ষে মেহের-ই-খুদা (সিইও), ও এসএম আফজাল উদ্দিন (ডিরেক্টর) উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি মা সমাবেশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার শহীদ স্মৃতি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। সমাবেশে শতভাগ উপস্থিতির জন্য ৪০ শিক্ষার্থী ও পঞ্চম শ্রেণীতের বৃত্তিপ্রাপ্ত ২৪ জনকে পুরস্কার প্রদান এবং বিদ্যালয়ের ৬শ’ ছাত্রছাত্রীর মাঝে পানির পট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বলের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক খায়রুল আলম বাবুল, তোফায়েল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সরকারী জমি দখলমুক্ত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দীর্ঘদিন ধরে হোটেল সী-গালের দখলে থাকা প্রায় ৫০ শতক সরকারী জমি দখলমুক্ত করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের ওই জমি দখলমুক্ত করা হয়েছে। শুধু দখলমুক্ত নয়, সঙ্গে সঙ্গে সেখানে কাঁটাতার দিয়ে সীমানা দেয়াল তৈরি করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়য়া। জানা যায়, সৈকত এলাকার প্রখ্যাত হোটেল সী-গাল নির্মাণকাল থেকে ৩০ ফুট প্রস্থের ৫০ শতক সরকারী জমি দখলে রেখেছিলেন হোটেল কর্তৃপক্ষ।
×